E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইংল্যান্ডকেও ছাড়িয়ে যাওয়ার সুযোগ টাইগারদেরদের

২০১৫ জুলাই ০৯ ২২:০৬:১৭
ইংল্যান্ডকেও ছাড়িয়ে যাওয়ার সুযোগ টাইগারদেরদের

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের সামনে রয়েছে র‌্যাঙ্কিংয়ে আরো এগিয়ে যাওয়ার সুযোগ। তিন ম্যাচের এই সিরিজের সবকটি জিতলে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ডকে ছাড়িয়ে ষষ্ঠ স্থানে উঠে যাবে টাইগাররা।

বর্তমানে ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সপ্তম স্থানে আছে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুক্রবার শুরু হতে যাওয়া ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের সবকটিতে জিতলে ৯৯ রেটিং পয়েন্ট হবে বাংলাদেশের। সেক্ষেত্রে বর্তমানে ৯৮ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থাকা ইংল্যান্ড সপ্তম স্থানে নেমে যাবে।

বিশ্বকাপের পর সীমিত ওভারের সিরিজে প্রথমে পাকিস্তান এবং পরে ভারতকে যেভাবে মাশরাফি-সাকিবরা হারিয়েছে, তাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও নিশ্চয়ই জয়ের আত্মবিশ্বাস পাচ্ছে বাংলাদেশ। তবে ফল আশানুরূপ অতটা ভালো না হলেও নিজেদের বর্তমান পয়েন্ট ধরে রাখতে তিন ম্যাচের মধ্যে একটিতে জিতলেই হবে বাংলাদেশের।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটি ২-১ ব্যবধানে হারলে বাংলাদেশের পয়েন্ট ৯৩-ই থাকবে।

সিরিজের ওই ফলাফলে রেটিং পয়েন্ট না কমলেও র‌্যাঙ্কিংয়ে অবশ্য এক ধাপ পিছিয়ে যেতে পারে বাংলাদেশ।

আগামী শনিবার ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামতে যাচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এই সিরিজে পাকিস্তান সবকটি ম্যাচ জিতলে এবং বাংলাদেশ ২-১ ব্যবধানে প্রোটিয়াদের কাছে হারলে ৯৪ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশকে ছাড়িয়ে সপ্তম স্থানে উঠে যাবে পাকিস্তান।

বর্তমানে ৮৭ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে পাকিস্তান। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে অষ্টম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ।

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিক ইংল্যান্ডসহ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের প্রথম আটটি দল খেলবে। কিন্তু এই সময়ের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের কোনো ওয়ানডে ম্যাচ না থাকায়, পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে তাদের।

জিম্বাবুয়ের মাটিতে পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় একটা সিরিজ খেলার ঘোষণা অবশ্য দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেটা হলে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকেট পাওয়ার প্রশ্নে বাংলাদেশ-পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের ত্রিমুখী লড়াইটা নতুন মাত্রা পেলেও পেতে পারে।


বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজে কি হলে কি হবে :

* বাংলাদেশ ৩-০ ব্যবধানে জিতলে তাদের পয়েন্ট হবে ৯৯, দক্ষিণ আফ্রিকার হবে ১০৭।

* বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতলে তাদের পয়েন্ট হবে ৯৬, দক্ষিণ আফ্রিকার হবে ১১০।

* দক্ষিণ আফ্রিকা ২-১ ব্যবধানে জিতলে বাংলাদেশ পয়েন্ট থাকবে ৯৩, দক্ষিণ আফ্রিকার হবে ১১১।

* দক্ষিণ আফ্রিকা ৩-০ ব্যবধানে জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ৯০, দক্ষিণ আফ্রিকার পয়েন্ট হবে ১১৩।


শ্রীলঙ্কা-পাকিস্তান সিরিজে কি হলে কি হবে :

* শ্রীলঙ্কা ৫-০ ব্যবধানে জিতলে তাদের পয়েন্ট হবে ১০৮, পাকিস্তানের হবে ৮৪।

* শ্রীলঙ্কা ৪-১ ব্যবধানে জিতলে তাদের পয়েন্ট হবে ১০৭, পাকিস্তানের হবে ৮৬।

* শ্রীলঙ্কা ৩-২ ব্যবধানে জিতলে তাদের পয়েন্ট হবে ১০৫, পাকিস্তানের হবে ৮৮।

* পাকিস্তান ৩-২ ব্যবধানে জিতলে তাদের পয়েন্ট ৯০, শ্রীলঙ্কার হবে ১০৩।

* পাকিস্তান ৪-১ ব্যবধানে জিতলে তাদের হবে ৯২ পয়েন্ট, শ্রীলঙ্কার হবে ১০২।

* পাকিস্তান ৫-০ ব্যবধানে জিতলে তাদের পয়েন্ট ৯৪, শ্রীলঙ্কার হবে ১০০।

(ওএস/পিএস/জুলাই ০৯, ২০১৫)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test