E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোল্ডেন শ্যু এ্যাওয়ার্ড পেলেন রোনাল্ডো ও সুয়ারেজ

২০১৪ মে ২০ ২১:৪২:২৯
গোল্ডেন শ্যু এ্যাওয়ার্ড পেলেন রোনাল্ডো ও সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লীগ এবং স্প্যানিশ লীগে সমান ৩১ গোল করার সুবাদে এবারের মৌসুমে ইউরোপীয়ান গোল্ডে শ্যু এ্যাওয়ার্ড যৌথভাবে জিতে নিয়েছেন লিভারপুর তারকা লুইস সুয়ারেজ এবং রিয়াল মাদ্রিদের উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

২৮ গোল করে এই তালিকায় তৃতীয় স্থান লাভ করেছেন গত বছরের এই পুরস্কার জয়ী বার্সেলোনার স্ট্রাইকার লিয়নেল মেসি।

ঐতিহ্যবাহী এই ব্যক্তিগত পুরস্কার এককভাবে অর্জনের ক্ষেত্রে রোনাল্ডো অনেকটাই সুবিধাজনক অবস্থানে ছিলেন। কিন্তু সপ্তাহের শেষে এস্পানেয়লের বিপক্ষে ইনজুরির কারনে খেলতে না পারায় পর্তুগীজ এই তারকার সুয়ারেজকে ছাড়িয়ে যাওয়া হয়নি। এদিকে মেসি এবং চতুর্থ স্থানে থাকা দিয়েগো কস্তা উভয়ই লীগের শেষ ম্যাচে ১-১ গোলে ড্র হওয়া বার্সেলোনা ও এ্যাথলেটিকো মাদ্রিদের ম্যাচে গোল করতে ব্যর্থ হন। একইভাবে তোরিনো স্ট্রাইকার সিরো ইমোবিলে ফিওরেনটিনার বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে একটি গোলও করতে না পারায় তালিকার ষষ্ঠ স্থানেই রয়েছেন।

ইউরোপের শীর্ষ পাঁচটি লীগের বাইরে একমাত্র রেড বুল সালজবার্গের ফরোয়ার্ড জোনাটান সোরিয়ানো এবং হিরেনভিনের স্ট্রাইকার আলফ্রেড ফিনবোগাসন শীর্ষ ১০জনের মধ্যে জায়গা করে নিয়েছেন। প্রিমিয়ার লীগে ২০ গোল করে একমাত্র মিডফিল্ডার হিসেবে ম্যানচেস্টার সিটির ইয়াইয়া টোরে তালিকায় অবস্থান করছেন। অন্যদিকে জ্লাটান ইব্রাহিমোভিচ, এ্যালেক্সিস সানচেজ, কার্লোস তেভেজ এবং মারিও মানজুকিজের মত তারকারা অল্পের জন্য ইউরোপের সেরা ১০জন গোলদাতার তালিকায় জায়গা করে নিতে পারেননি।
ইউরোপের শীর্ষ ১০ গোলদাতার তালিকা :
র‌্যাঙ্ক খেলোয়াড় দেশ ক্লাব লীগ গোল পয়েন্ট
১ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্তুগাল রিয়াল মাদ্রিদ স্প্যানিশ ৩১ ৬২
লুইস সুয়ারেজ উরুগুয়ে লিভারপুল ইংলিশ ৩১ ৬২
৩ লিয়নেল মেসি আর্জেন্টিনা বার্সেলোনা স্প্যানিশ ২৮ ৫৬
৪ দিয়েগো কস্তা স্পেন এ্যাথ.মাদ্রিদ ম্প্যানিশ ২৭ ৫৪
৫ জে.সোরিয়ানো স্পেন সালজবার্গ অস্ট্রিয়া ৩১ ৪৬.৫
৬ সিরো ইমোবিলে ইতালি তোরিনো ইতালিয়ান ২২ ৪৪
৭ এ.ফিনোবোগাসোন আইসল্যান্ড হিরেনভিন নেদারল্যান্ড ২৯ ৪৩.৫
৮ ড্যানিয়েল স্টারিজ ইংল্যান্ড লিভারপুল ইংলিশ ২১ ৪২
৯ লুকা টোনি ইতালি হেলাস ভেরোনা ইতালি ২০ ৪০
ইয়াইয়া টোরে আইভরি কোস্ট ম্যান সিটি ইংলিশ ২০ ৪০
জ্যাকসন মার্টিনেজ কলোম্বিয়া পোর্তো পর্তুগাল ২০ ৪০
রবার্ট লিওয়ানোদোস্কি পোল্যান্ড বরুসিয়া জার্মান ২০ ৪০

(ওএস/এস/মে ২০, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test