E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

'পরিকল্পনা ছিল যতক্ষণ সম্ভব ব্যাটিং করার'

২০১৫ জুলাই ২২ ১৯:৫৫:১৩
'পরিকল্পনা ছিল যতক্ষণ সম্ভব ব্যাটিং করার'

স্পোর্টস ডেস্ক, ঢাকা : টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তেমন কোনো সাফল্য নেই বাংলাদেশের। তাই আগেরদিন হাশিম আমলার দলকে ২৪৮ রানে বেঁধে ফেলার পর মোটামুটি স্বস্তিতেই ছিল স্বাগতিকরা। কিন্তু চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে খুব দ্রুত ইমরুল ও মুমিনুলের উইকেট দুটি হারিয়ে কিছুটা বিপর্যয়ে পড়ে মুশফিকুর রহিমের দল। এ সময় ক্রিজে এসে তামিম ইকবলের সঙ্গে বড় জুটি গড়ারই লক্ষ্য ছিল বলে জনান মাহমুদুল্লাহ রিয়াদ।

প্রোটিয়াদের ২৪৮ রানের জবাবে দারুণ সর্তকতার সঙ্গে ব্যাটিংয়ের সূচনা করেন তামিম ও ইমরুল কায়েস। এমন কি এ জুটি অতিথি দলের পেস অ্যাটাককে খুব ভালোভাবে সামাল দিয়ে দলকেও এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ স্টিয়ান ফন জিলের মতো অকেশনাল বোলার এসে ইমরুলের উইকেট তুলে নেন। এরপর খুব দ্রুত মুমিনুল হক সৌরভও সাইমন হারমারের বলে সরাসরি বোল্ড হয়ে ফিরে যান সাজঘরে।

এরপর ক্রিজে এসে তামিমের সঙ্গে ইনিংস মেরামতে দিকে আরও বেশি মনোযোগী হন মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ পর্যন্ত তামিম ও মাহমুদুল্লাহর জোড়া ফিফটিতে স্বস্তিতে দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা। বৃষ্টি-বিঘ্নিত দ্বিতীয় দিনের খেলা বেশ ফুরফুরে মেজাজে সংবাদ সম্মেলনে আসেন রিয়াদ। তামিম ও মাহমুদুল্লাহর মধ্যে ৮৯ রানের চমৎকারভাবে গড়ে ওঠা জুটি সম্পর্কে রিয়াদ বলেন, ‘উইকেট খুব একটা ভাল ছিল না। একটু কষ্ট করে ব্যাটিং করতে হচ্ছিল। ওরাও খুব ভাল জায়গায় বোলিং করছিল। আমি আর তামিম যখন ব্যাটিং করছিলাম, তখন আমাদের চিন্তা ছিল বড় একটি জুটি গড়া। জুটিটা যত বড় করা যায়, ততই ভালো। দূর্ভাগ্যজনক ভাবে তামিম আউট হওয়ার পর আমিও আউট হয়ে গেলাম। এখনও আমরা খুব আশাবাদী। এখনও সাকিব-মুশফিক আছে। আমাদের আরও বড় একটি জুটি প্রয়োজন।’

দক্ষিণ আফ্রিকাকে আগেরদিন ২৪৮ আউট করার পর বাংলাদেশের প্রাথমিক একটা লক্ষ্য ছিল বলে জনান মাহমুদুল্লা রিয়াদ। এ বিষয়ে তিনি বলেন, ‘কালকে যখন ওদেরকে অলআউট করলাম; এটা আমাদের জন্য ইতিবাচক একটা দিক। যেহেতু কম রানে ওদের আমরা অলআউট করতে পেরেছি। তাই আমাদের সর্তকতার সঙ্গে ব্যাটিং করতে হবে।’

মাত্র নয় রানের ব্যাবধানে দুটি উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। শুরুতে বাংলাদেশের দুই উইকেট পড়ে যাওয়ার পর তামিমের সঙ্গে কি পরিকল্পনা ছিল? এমন প্রশ্নের জবাবে রিয়াদ বলেন, ‘আমরা সব সময় বিশ্বাস করি, শুরুটা খুব গুরুত্বপূর্ণ। টেস্ট-ওয়ানডে কিংবা টি২০, যেটাই খেলি না কেন। তামিম-ইমরুল খুব ভাল শুরু করেছিল। ইমরুল-সৌরভ হয়তো আজকে ঠিকমত ক্লিক করতে পারেনি। আমি আর তামিম যখন ব্যাটিং করছিলাম আমাদের পরিকল্পনা ছিল যতক্ষণ সম্ভব ব্যাটিং করার। তাহলে আমাদের চান্সটা বেশি থাকবে। আমার মনে হয় প্রথম ইনিংসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। কারণ উইকেটে কিছুটা হলেও ফাটল সৃষ্টি হচ্ছে। তাই এই জিনিসটা হয়তো আমাদের স্পিনারদেরকে কিছুটা হলেও সহযোগিতা করবে।’

(ওএস/পি/জুলাই ২২, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test