E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২৫৭ রানের লক্ষ্যে ব্যাট করছে পাকিস্তান

২০১৫ জুলাই ২২ ২০:৪৯:০৪
২৫৭ রানের লক্ষ্যে ব্যাট করছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, ঢাকা : স্বাগতিক হলেও পাকিস্তানের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারছে না শ্রীলংকা। সিরিজের ৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে ইতিমধ্যে। ২-১ এ পিছিয়ে তারা। আজে হারলেই সিরিজ জয়ের সম্ভাবনা শেষ। এমনই এক কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে চতুর্থ ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নেমে খুব বড় স্কোর হড়তে পারেনি শ্রীলংকা। সফরকারীদের সামনে মাত্র ২৫৭ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিকরা। ওয়ানডে ক্রিকেটে যা নিতান্তই মামুলি।

টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারান কুশল পেরেরা। প্রাথমিক বিপর্যয়ে পড়া লংকানদের বেশ ভালোভাবেই টেনে তোলেন দিলশান-থিরিমান্নে জুটি। দ্বিতীয় উইকেটে এ দু’জনের ব্যাট থেকে আসে ১০৯ রান। ৫৯ বলে ৫০ রান করে আউট হয়ে যান দিলশান।

এরপর নিয়মিত বিরতিতেই উইকেট পড়তে থাকে। একই সঙ্গে রানের চাকাও অনেকটা অচল হয়ে পড়ে। একপ্রান্ত আঁকড়ে ধরে থেকে থিরিমান্নে ১২৬ বলে ৯০ রানের ইনিংস খেলেন। সেঞ্চুরি থেকে ১০ রান দুরে থাকতেই আউট হয়ে যান তিনি। শেষের দিকের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ২০ রান করেন দিনেশ চান্ডিমাল।

শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে শ্রীলংকার সংগ্রহ দাঁড়ায় ২৫৬ রান। মোহাম্মদ ইরফান ৫০ রান দিয়ে নেন ৩ উইকেট। আনোয়ার আলি নেন ২টি। জবাবে ব্যাট করতে নেমে এ রিপোর্ট লেখার সময় ৯ ওভারে কোন উইকেট না হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৬৭ রান। উইকেটে ৩৯ রান নিয়ে আহমেদ শেহজাদ এবং ২৯ রান নিয়ে ব্যাট করছিলেন আজহার আলি।

(ওএস/পি/জুলাই ২২, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test