E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব

২০১৫ জুলাই ২৩ ২০:৪৭:০৯
৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব

স্পোর্টস ডেস্ক : টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটে মোট ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন প্রথম সেশনে ব্যক্তিগত ৩৪ রানের মাধ্যমে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে এ মাইলফলক স্পর্শ করেন।

দলীয় ১০২তম ওভারে সায়মন হারমারের করা শেষ বলে তুলে মারতে গিয়ে শর্টমিড উইকেটে ডুমিনির হাতে ধরা পড়েন সাকিব। আউট হওয়ার আগে ১১৪ বলের ইনিংসে তার ব্যাট থেকে আসে মূল্যবান ৪৭ রান।

সাকিবের আগে প্রথম বাংলাদেশী হিসেবে তিন ফরম্যাটে আট হাজার রান স্পর্শের রেকর্ড আছে তামিম ইকবালের। তিন ফরমেটে তার সংগ্রহ ৮ হাজার ৪২৭ রান। আর সাকিবের সংগ্রহ ৮০১৩ রান।

এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে দুই উইকেট সংগ্রহের মাধ্যমে ওয়ানডে ইতিহাসে চতুর্থ এবং বাংলাদেশের দ্বিতীয় বাম হাতি স্পিনার হিসেবে ২০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়ে সাকিব।

ওয়ানডে ক্রিকেটে শ্রীলংকার সনাৎ জয়সুরিয়া, নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি এবং বাংলাদেশের আবদুর রাজ্জাকের পর চতুর্থ বাঁ হাতি বোলার হিসেবে ২০০ উইকেটের রেকর্ড গড়েন সাকিব।

(ওএস/অ/জুলাই ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test