E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যেভাবে ভোট দিবেন টাইগারদের লাল-সবুজ জার্সিতে

২০১৫ জুলাই ২৫ ১৮:৩১:২৩
যেভাবে ভোট দিবেন টাইগারদের লাল-সবুজ জার্সিতে

নিউজ ডেস্ক :  ‘ক্রিকেট ইতিহাসের সেরা টিম জার্সি কোনটি?’ - এমন এক ভিন্নধর্মী জরিপের আয়োজন করেছে ইএসপিএন ক্রিকইনফো। যেখানে সেরা ১৭টি জার্সির মধ্যে মনোনীত হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ ২০১৫ এর জার্সিটি।

ভোটিং পোলে স্থান পেয়েছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দলের দুটি করে জার্সি। নিউজিল্যান্ড দলের চারটি জার্সি স্থান পেয়েছে। বাংলাদেশ, পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ড দলের একটি করে জার্সি স্থান পেয়েছে এ প্রতিযোগিতায়।

এ রিপোর্ট লেখা অবধি ভোটে এগিয়ে আছে বাংলাদেশ।

বাংলাদেশ জাতীয় দলের জার্সি ডিজাইনার সেজান লিংকন মনে করেন বাংলাদেশের জার্সিটিই সেরা জার্সি হিসেবে ভোটে জয়যুক্ত হবে। তিনি জানান, ‘আয়োজকরা আমাদের সঙ্গে যোগাযোগ করার পর চারটা জার্সি পাঠাই ওখানে। সেখান থেকে বিশ্বকাপের জার্সিটিই নির্বাচিত করেছে তারা। ভোটিং পোলে টাইগারদের জন্য কমপক্ষে ১০ লাখ ভোট দেখতে ‍চাই। আমরা চাইলেই পারি ভোট দিয়ে আমাদের জার্সিকে এক নম্বরে নিয়ে যেতে। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গেও আমাদের কথা হয়েছে। তারাও তাদের ফেসবুক পেজে এটি শেয়ার করবেন। আমাদের লাল-সবুজ জার্সিটিই সেরা হবে, ইনশাল্লাহ।

ভোট দিতে ক্লিক করুন।

(ওএস/অ/জুলাই ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test