E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বৃষ্টির কারণে হতাশ হাশিম আমলা

২০১৫ জুলাই ২৬ ১৫:৪০:২৬
বৃষ্টির কারণে হতাশ হাশিম আমলা

স্পোর্টস ডেস্ক: চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন তৃতীয় সেশনেই শুরু হয় বৃষ্টি। তৃতীয় দিনও তৃতীয় সেশনে আবার শুরু হয় বৃষ্টি। চতুর্থ দিনতো বলই মাঠে গড়ায়নি ভারী বর্ষণের কারণে। পঞ্চম দিনও ছিল একই অবস্থা। বৃষ্টির হানায় শেষ পর্যন্ত ড্র হয়েছে সিরিজের প্রথম টেস্ট।

সাগরিকায় তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ১৭ রানে পিছিয়ে ছিল সফরকারী দক্ষিণ আফ্রিকা। শনিবার সংবাদ সম্মেলনে এ ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই ছিল এমনটাই দাবি করেন সফরকারী দলের অধিনায়ক হাশিম আমলা।

বৃষ্টির কারণে বার বার খেলা বিঘ্নিত হওয়ায় কিছুটা হতাশ হাশিম আমলা, ‘আমরা বেশি বেশি ক্রিকেট খেলতে দক্ষিণ আফ্রিকা থেকে উড়ে এসেছি। কিন্তু বৃষ্টির কারণে সেটা আর সম্ভব হয়নি। প্রাকৃতিক এ বিপর্যয়ের ওপরতো আর কারো হাত নেই। আমার মনে হয় ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল এবং আমাদের সামনে সুযোগ ছিল ম্যাচ জেতার। চতুর্থ দিনের শুরুতে আমরা ভেবেছিলাম কিছুটা হলেও এগিয়ে আছি। কারণ, শেষ দিনের চতুর্থ ইনিংসে বাংলাদেশকেই ব্যাট করতে হবে। কিন্তু তা হয়নি। তবু বলব, একটি ভালো টেস্ট ম্যাচ খেলেছি। দ্বিতীয় ইনিংসে ২৫০ করতে পারলেও সেটি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হতো। কিন্তু বৃষ্টির ওপর তো আমাদের হাত নেই।’

এই টেস্টে ফল বের করে আনার সুযোগ হাতছাড়া হয়েছে কিনা- এমন প্রশ্নে আমলা বলেন, ‘সে সম্পর্কে ভাবি না। কারণ, আমরা পেশাদার ক্রিকেটার। তাই এ সব ভুলে গিয়ে সামনে মাঠে নামতে চাই। জয়ের লক্ষ্যে ক্রিকেট খেলতে চাই। এই টেস্ট থেকে আমরা কিছু ইতিবাচক দিক নিয়ে ঢাকায় ফিরছি। বিশেষ করে দুই সেশনে ভালো ব্যাট করা। তারপর শেষ সেশনে বাংলাদেশের কাছ থেকে ম্যাচের আধিপত্য কেড়ে নেওয়া এবং দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো করা। এখন আমার ওপেনাররা পরবর্তী ম্যাচে অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবে। বিশেষ করে ফন জিলের ব্যাটিংয়ে আমি সন্তুষ্ট। দুবারই দুটি ইনিংসে আমার ওপেনাররা দলকে ভালো সূচনা এনে দিয়েছে। কিন্তু পরে আমরা সেটি টেনে নিয়ে যেত পারিনি।’

ঢাকা টেস্টের একাদশ সম্পর্কে তিনি বলেন, ‘ঢাকা টেস্টের উইকেটের ওপর নির্ভর করবে আমাদের দলের কম্বিনেশন। যদি স্পিন অনুকূল হয় তাহলে দুজন স্পিনারকেও দেখা যেতে পারে।’

(ওএস/এলপিবি/জুলাই ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test