E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢাকা টেস্টেও আত্মবিশ্বাস ও পরিকল্পনা নিয়ে খেলতে চান ইমরুল কায়েস

২০১৫ জুলাই ২৮ ১৪:১১:০৮
ঢাকা টেস্টেও আত্মবিশ্বাস ও পরিকল্পনা নিয়ে খেলতে চান ইমরুল কায়েস

স্পোর্টস ডেস্ক: বৃষ্টিতে চট্টগ্রাম টেস্টের শেষ দু’দিন ভেসে গেলেও, প্রথম তিন দিনের বিবেচনায় পারফরমেন্সের দিক দিয়ে দক্ষিণ আফ্রিকার চেয়ে অনেকখানি এগিয়েই ছিলো বাংলাদেশ। প্রথম তিনদিনের প্রায় বেশিরভাগ সেশনেই আত্মবিশ্বাসের সাথে প্রোটিয়াসদের উপর আধিপত্য বিস্তার করে খেলেছে টাইগাররা।

তাই চট্টগ্রাম টেস্টের মত ঢাকাতেও আত্মবিশ্বাস ও পরিকল্পনা অনুযায়ী খেলতে চায় বাংলাদেশ বলে জানালেন টাইগার ওপেনার ইমরুল কায়েস। তিনি বলেন, ‘আমরা যদি চট্টগ্রামের মত আত্মবিশ্বাস রাখি এবং পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি ধরে তাহলে ঢাকা টেস্টে আগের মতোই ভালো খেলবো।’

চট্টগ্রাম টেস্টে যেভাবে খেলেছে তাতে বাংলাদেশের আত্মবিশ্বাসের গ্রাফটা ছিলো উচ্চমূখী। তাই আত্মবিশ্বাসের ধারাবাহিকতাটা ঢাকা টেস্টেও অব্যাহত রাখতে চায় বাংলাদেশ বলে জানালেন ইমরুল, ‘আমি আগেও বলেছি আমরা যদি ড্র করতে পারি সেটা বড় একটা অর্জন হবে আমাদের। চট্টগ্রাম টেস্টে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে আমরা পজিটিভ ক্রিকেট খেলেছি। আনলাকি বৃষ্টি হয়েছিল। তারপরও আমরাই পজিটিভ খেলেছি। আমরা যদি ওই আত্মবিশ্বাস রাখি এবং পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি তাহলে ঢাকা টেস্টে আগের মতোই ভালো খেলবো।’

আত্মবিশ্বাসে ভরপুর থাকলেও, ঢাকা টেস্ট নিয়ে কিছুটা চিন্তিত ইমরুল। তেমনই সুর তার কন্ঠে, ‘আত্মবিশ্বাস তো সবারই থাকে। প্রত্যকটা খেলোয়াড়ের থাকে। প্রত্যেকটা দলে থাকে। বাইরে থেকে বলা কঠিন আমরা এভাবে খেলবো, ওভাবে খেলবো। উইকেট দেখে প্ল্যান করতে হয়। চট্টগ্রামের উইকেট এক রকম ঢাকার উইকেট এক রকম। নির্ভও করছে উইকেটের কন্ডিশনের উপর।’

দ্বিতীয় টেস্টের আগে দলের প্রধান চন্ডিকা হাতুরুসিংহের প্রশংসাও করলেন ইমরুল। নিজেদের মতো করেই খেলার স্বাধীনতা কোচ দিয়েছেন বলে জানান টাইগার এই ওপেনার, ‘কোচ অবশ্যই সাপোট করেন। প্রত্যেকটা খেলোয়াড়কে স্বাধীনতা দিয়ে দিয়েছে। শটস খেলার ব্যাপারে বাধা নাই। এটা আমার কাছে খুব ভালো লাগে। কোনা বাধ্যবাধকতা নাই, তুমি তোমার মতো খেল।’

আগামী ৩০ জুলাই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

(ওএস/এলপিবি/জুলাই ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test