E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারালো ইংল্যান্ড

২০১৫ আগস্ট ০১ ১৪:০৬:০৬
অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারালো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক, ঢাকা : অ্যাশেজের লড়াইটা হচ্ছে বেশ। কখনো ইংল্যান্ড, কখনো বা অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ১৬৯ রানের জয় দিয়ে শুভ সূচনা করে স্বাগতিক ইংল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচেই বিধ্বস্ত ইংলিশ শিবির। ৪০৫ রানের বড় জয় পায় অস্ট্রেলিয়া। তৃতীয় ম্যাচে অনুমিতভাবে ফিরেছে আবার ইংল্যান্ড। শুধু তাই নয়, অসিদের নাস্তানাবুদ করে তিন দিনেই এজবাস্টন টেস্ট জিতেছে এলিস্টার কুক শিবির। জয়ের ব্যবধান ৮ উইকেটে। ফলে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। চতুর্থ টেস্ট নটিংহ্যামে। সেখানে কি তাহলে থাকবে অসিদের দাপট?

জেমস এন্ডারসনের পর স্টিভেন ফিনের আগুণ ঝড়ানো বোলিং। আর তাতেই এজবাস্টন টেস্টে দিকহারা অস্ট্রেলিয়া।প্রথম ইনিংসে এন্ডারসনের আগুনমুখো বোলিংয়ে মাত্র ১৩৬ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে করে ২৮১ রান। শুক্রবার টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করে ২৬৫ রান। সব মিলিয়ে জয়ের জন্য ইংল্যান্ডের সামনে টার্গেট দাঁড়ায় মাত্র ১২১ রানের।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিং ভিত কাঁপিয়ে দিয়েছিলেন ইংলিশ পেসার জেমস এন্ডারসন। একাই নিয়েছিলেন ছয় উইকেট। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট নিয়ে প্রতিপক্ষকে কোনঠাসা করেন আরেক ইংলিশ পেসার স্টিভেন ফিন।

১২১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই অ্যাডাম লিথের উইকেট হারায় ইংল্যান্ড। দলীয় ১১ রানের মাথায় ১২ রান করে হ্যাজলউডের এলবিডব্লিউর শিকার লিথ। তবে অধিনায়ক এলিস্টার কুক ও ইয়ান বেল শুরুর বিপর্যয় সামাল দেন। তবে বেশী রান করতে পারেননি অধিনায়ক এলিস্টার কুক। সাত রানে হয়েছেন স্টার্কের বলে বোল্ড। দলীয় রান তখন ৫১।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ইংল্যান্ডকে। তৃতীয় উইকেট জুটিতে ইয়ান বেল ও জো রুট দলকে পৌছে দেয় জয়ের বন্দরে। ৬৫ রানে বেল ও ৩৮ রানে রুট ক্রিজে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

আগামী ছয় আগষ্ট নটিংহ্যামে শুরু হবে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট।

(ওএস/পি/অাগস্ট ০১, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test