E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এক ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ নিশ্চিত করলো ইংল্যান্ড

২০১৫ আগস্ট ০৮ ১৯:১০:২২
এক ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ নিশ্চিত করলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক, ঢাকা : হার নিশ্চিত। তবে অস্ট্রেলিয়ার টার্গেট ছিল ইনিংস ব্যবধানে হার এড়াতে। কিন্তু সেটা আর হয়নি। নটিংহ্যামে ট্রেন্ট ব্রিজ টেস্টের তৃতীয় দিনেই সব ফয়সালা হয়ে গেছে। অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৭৮ রানে পরাজয়ের লজ্জা দিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। সেই সঙ্গে এক ম্যাচ হাতে রেখে ৩-১ ব্যবধানে অ্যাশেজ সিরিজও নিশ্চিত করল অ্যালিস্টার কুক শিবির।

প্রথম ইনিংসে মাত্র ৬০ রানে অলআউট হয়েছিল অস্ট্রেলিয়া। যার খেসারত বড় ব্যবধানে হেরেই দিল ক্লার্ক শিবির। জবাবে জো রুটের সেঞ্চুরিতে নয় উইকেটে ৩৯১ রানে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে বেশ দেখেশুনে খেলার চেষ্টা করেছিল অজি ব্যাটসম্যানরা। কিন্তু শেষ পর্যন্ত ২৫৩ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। ওয়ার্নার সর্বোচ্চ ৬৪ রান করেন। রজার্স ৫২, ভোজেস অপরাজিত ৫১ রান করেন। অধিনায়ক ক্লার্ক আনলাকি থার্টিনেই বিদায়।

বলতে গেলে দুই দিনেই হেরে গেল অস্ট্রেলিয়া। কারণ তৃতীয় দিনে অস্ট্রেলিয়া খেলতে পেরেছে মাত্র ওভার দশেক। সাত উইকেটে ২৪১ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে অস্ট্রেলিয়া। শনিবার তৃতীয় দিনে তারা যোগ করতে পেরেছে মাত্র ১২ রান। প্রথম ইনিংসে আট উইকেট নিয়ে অসি শিবিরে একাই ঘূর্নিঝড় বইয়ে দিয়েছিলেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। তবে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে সেই ব্রড পেয়েছেন মাত্র একটি উইকেট। তবে এদিন ঝলসে উঠেছিলেন বেন স্টোকস ও মার্ক উড। ছয় উইকেট নেন স্টোকস। আর উড নেন ৩ উইকেট।

তবে দুই ইনিংস মিলে ৯ উইকেট নেয়া স্টুয়ার্ট ব্রডই হয়েছেন ম্যাচ সেরা। দুর্ভাগা মাইকেল ক্লার্ক। অ্যাশেজে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন হিসাবে সবচেয়ে বেশিবার হারার রেকর্ডটি এখন তার, সাতবার। ১৯৬৫ সালের পর অ্যাশেজ সিরিজে অজি ক্যাপ্টেন হিসাবে দ্বিতীয় সর্বনিম্ন রান রেটও ক্লার্কের, ১৬.৭১। সবচেয়ে কম রেট রিকি পন্টিংয়ের, ১৬.১৪।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে সাত ব্যাটসম্যান ১০এর উপরে রান করতে পারে নাই। অ্যাশেজ সিরিজে দীর্ঘ ৭৯ বছর এমন চিত্র দেখতে হয়নি অস্ট্রেলিয়াকে। বলতে গেলে লজ্জার এক সিরিজই শেষ করতে যাচ্ছে ক্লার্ক শিবির।

আগামী ২০ আগষ্ট ওভালে অনুষ্ঠিত হবে অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট। যা এক অর্থে নিয়মরক্ষার।

(ওএস/পি/অাগস্ট ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test