E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শীর্ষ দশে সৌম্য

২০১৫ আগস্ট ২০ ১৫:০০:০০
শীর্ষ দশে সৌম্য

স্পোর্টস ডেস্ক : প্রতিভাবান ব্যাটসম্যান সৌম্য সরকারকে বাংলাদেশ ক্রিকেটের নতুন সৌন্দর্য বললে একটুও ভুল হবে না। আত্মবিশ্বাস, ব্যাটিং স্টাইল দিয়ে দিন দিন নিজেকে নিয়ে যাচ্ছেন নতুন উচ্চতায়। ওয়ানডে ক্রিকেটের ২০১৫ সালে এ পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষ দশে ওঠে এসেছেন টাইগার এই ব্যাটসম্যান।

সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের মধ্যে সেরা দশে আছেন কেন উইলিয়ামসন (১২৭০), মার্টিন গ্যাপটিল (১১৪৯) রস টেইলর (১০৪১) তিলকারাত্নে দিলশান (১০০৩) হাশিম আমলা (৯২১) কুমার সাঙ্গাকারা (৮৬২) গ্রান্ট ইলিয়ট (৮২৬) ডি ভিলিয়ার্স (৭৪০) ব্রেন্ডন ম্যাককালাম (৭০৯) ও সৌম্য সরকার (৬৭২)।

১ ডিসেম্বর ২০১৪-তে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষিক্ত হওয়া সৌম্য সরকার এ পর্যন্ত ১৬ ওয়ানডেতে ৪৯.৪২ গড়ে রান করেছেন ৬৯২, যেখানে আছে একটি সেঞ্চুরি এবং ৪টি হাফসেঞ্চুরি।

(ওএস/এএস/আগস্ট ২০, ২০১৫)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test