E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আইসিআরসি শিরোপা জিতল ইংল্যান্ড

২০১৫ সেপ্টেম্বর ১০ ১৪:৩৯:০৬
আইসিআরসি শিরোপা জিতল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের নিয়ে আয়োজিত পাঁচ জাতির আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড দল। পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে শিরোপা নিজেদের করে নিল ইংলিশরা।

আর এর মধ্য দিয়েই পর্দা নামল বাংলাদেশে আয়োজিত আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের।

বৃহস্পতিবার সকাল ১১টায় বিকেএসপি’র তিন নম্বর মাঠে শিরোপা নির্ধারনী ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান ও ইংল্যান্ড। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংলিশরা।

আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫৬ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস।

ইংল্যান্ডের ওপেনিং জুটিতেই আসে ৭০ রান। ওপেনার অ্যালেক্স হ্যামন্ড ২৮ বলে ৩০ রান করেন। আরেক ওপেনার গর্ডন লাইডন ২৮ বলে ৬টি চারে করেন ৪০ রান। তিন নম্বরে নামা জেমি গুডউইন ১৩ বলে ১৮ রানের একটি ইনিংস খেলেন। ১১ বলে ১০ রান করে রানআউট হন আইন নাইরন।

চার নম্বরে নামা কালাম ফ্লিনের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৫ রান। ২৯ বলে ৮টি চারের সাহায্যে ফ্লিন তার অপরাজিত ইনিংসটি সাজান। ১৫ রানে অপরাজিত থাকেন জর্ডান উইলিয়ামস।

১৭৬ রানের টার্গেটে নেমে ১৫৬ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান আসে তিন নম্বরে নামা রেহান গনির ব্যাট থেকে। ২৫ বলে গনি একটি করে চার ও ছয়ে ইনিংসটি সাজান। ওপেনার হাসনাইন আলমের ব্যাট থেকে আসে ২৬ ও মাতলুব কোরেশির ব্যাট থেকে আসে ১১ রান।

এছাড়া ২৬ রান করেন নিহার আলম। আবদুল্লাহ ইজাজ করেন ১৮ রান।

ইংলিশদের হয়ে ফ্রেড ব্রিজ ৪ ওভার বল করে ১৯ রান খরচায় নেন চারটি উইকেট।

গত মঙ্গলবার আফগানিস্তানকে ১৫ রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ইংলিশরা। অন্যদিকে, গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতকে হারিয়ে ফাইনালে ওঠে পাকিস্তান। ভারতকে সাত উইকেটে হারিয়ে চার ম্যাচে দুই জয় নিয়ে তৃতীয় অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে স্বাগতিক বাংলাদেশ।

ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রস (আইসিআরসি) আয়োজিত টুর্নামেন্টটিকে সফল করার জন্য সব ধরণের সহযোগিতা করে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়, বিসিবি ও বিকেএসপি। টুর্নামেন্টে মোট পাঁচটি দেশ অংশ নেয়। এর আগে শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে বিশ্বে এত বড় ক্রিকেট টুর্নামেন্ট আর হয়নি।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১০, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test