E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলেন ধোনি

২০১৫ সেপ্টেম্বর ১১ ১৫:৩৫:২৪
সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলেন ধোনি

স্পোর্টস ডেস্ক : বিজ্ঞাপনী ঝামেলায় জড়িয়ে পড়া ভারতীয় ক্রিকেটের বর্তমান সেরা তারকা মহেন্দ্র সিং ধোনি শেষ পর্যন্ত দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলেন। দুই বছর আগে একটি বিজ্ঞাপনে ভারতের ওয়ানডে অধিনায়ককে বিষ্ণু-অবতারে দেখা যায়। যা নিয়ে তৈরি হয় তুমুল বিতর্ক।

বিজ্ঞাপন বিতর্কে জড়ানো ধোনির মানসিকতাকে তীব্র সমালোচনা করে ভারতের কর্নাটক হাইকোর্ট। তার বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়।

ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক একটি সাময়িকীর প্রচ্ছদে বিশ্বের সর্বোচ্চ আয় করা শীর্ষ ক্রীড়াবিদদের মাঝে অন্যতম ধোনিকে দেবতা বিষ্ণুর অবতারে হাজির করানো হয়। ধোনি যেসব নামকরা পণ্যের দূত হিসেবে কাজ করছেন, সেসব পণ্য ধরিয়ে দেওয়া হয় দেবতার আটটি হাতে।

সেখানে হিন্দু দেবতা বিষ্ণুর মুখের বদলে ধোনির মুখ বসানো হয়েছিল। ছবিতে ‘বিষ্ণু ধোনি’র বিভিন্ন হাতে জুতো সহ-বিভিন্ন সামগ্রী দেওয়া হয়। আর তাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অপরাধে অভিযুক্ত হন ধোনি।

‘বিজনেস টু-ডে’র প্রচ্ছদে ছাপানো সেই বিজ্ঞাপনের কারণে যে মামলা হয়েছিল, হাইকোর্টে গিয়ে ভারতীয় দলপতি তা বাতিলের আবেদন করেন। তবে, হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দিয়ে জানায়, বিজ্ঞাপনটি করার সময় ধোনির আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। ফলে ধোনি এবার কোনো কূল না পেয়ে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ধরনা দিয়েছেন। মামলার বিষয়ে এখন টিম ইন্ডিয়ার দলপতির অপেক্ষা করা ছাড়া কোনো উপায় থাকছে না।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১১, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test