E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মসজিদ আল-হারামে ক্রেন দুর্ঘটনায় শোক জানালেন মুশফিক

২০১৫ সেপ্টেম্বর ১৩ ১৪:৫১:৪০
মসজিদ আল-হারামে ক্রেন দুর্ঘটনায় শোক জানালেন মুশফিক

স্পোর্টস ডেস্ক : মক্কার শুক্রবার সন্ধ্যায় ঝড়ো বাতাস ও ধূলিঝড় প্রবাহিত হওয়ার সময় পবিত্র মসজিদ আল-হারামের উপর ভেঙে পড়ে নির্মাণকাজে ব্যবহৃত একটি বিশালাকৃতির ক্রেন। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে। তাঁদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন।

 

সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে ক্রেন ছিঁড়ে পড়ে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য শোক জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

মুশফিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে মসজিদুল হারামের বেশ কিছু ছবি পোস্ট করেছেন।

সেখানে তিনি লেখেন, ‘আমি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি মক্কার হারাম শরীফে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য। আল্লাহ সকলের মঙ্গল করুন। তাদের সাথে আমার দোয়া রয়েছে...’

প্রতি বছর ৩০ থেকে ৪০ লাখ মুসলমান হজ পালন করতে বিশ্বের সর্ববৃহৎ এই মসজিদে সমবেত হন।

এর আগে গত ১৩ জুলাই মুশফিক চোর সন্দেহে নির্মম নির্যাতনে করে হত্যা করা ১৩ বছরের শিশু শেখ সামিউল আলম রাজনের মৃত্যুতে প্রতিবাদ জানান। সেসময় তিনি তার ফেইসবুক ফ্যান পেইজে ‘say no to child abuse’ লেখা প্ল্যাকার্ডের একটি ছবিও আপলোড করেছিলেন।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test