E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাকিস্তান যাচ্ছে নারী দল, থাকবে সর্বোচ্চ নিরাপত্তা

২০১৫ সেপ্টেম্বর ২৪ ১৫:৪৩:৪৪
পাকিস্তান যাচ্ছে নারী দল, থাকবে সর্বোচ্চ নিরাপত্তা

স্পোর্টস ডেস্ক :ঢাকা: বাংলাদেশ নারী ক্রিকেট দলের পাকিস্তান সফরের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, বাংলাদেশ থেকে যাওয়া দলটি সর্বোচ্চ নিরাপত্তা পাবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে তার নিজ বাসায় নারী দলের পাকিস্তান সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানান পাপন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কানাডা থেকে দেশে ফেরেন নাজমুল হাসান। সে সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, চূড়ান্ত ঘোষণার জন্য আরও একদিন অপেক্ষা করতে হবে।

বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের পাকিস্তান সফরের অনুমোদন আগেই দিয়েছিল বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তারই ধারাবাহিকতায় এবার বিসিবি’র সভাপতি সালমা বাহিনীর পাকিস্তান সফরের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন।

গত মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রনালয় থেকে বোর্ডের কাছে রিপোর্ট পাঠানো হয় নিরাপত্তা নিয়ে সরকারের সন্তুষ্টি জানিয়ে। দেওয়া হয়েছিল সরকারের আদেশ পত্র (গর্ভনমেন্ট অর্ডার বা জিও)।

পাপন জানান, আগামী ২৭ কিংবা ২৮ সেপ্টেম্বর পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে নারী ক্রিকেট দল। সফরে নারী দলটি রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা পাবে। এ সফরে অন্যদের সঙ্গে বিসিবি পরিচালকও থাকবেন। থাকবেন সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনামও। তারা মাঠেই সবসময় উপস্থিত থাকবেন।

তিনি আরও যোগ করেন বলেন, আমাদের নিরাপত্তা দল পাকিস্তানের লাহোর ও করাচি সফর করেছিল। নিরাপত্তা পরিস্থিতি দেখে তারা সন্তুষ্ট। তাদের রিপোর্ট আমাদের কাছে সন্তোষজনক হওয়ায় নারী দলকে পাকিস্তানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা।

সফরে পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে দুটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগ্রেসরা। এ জন্য সব ধরনের প্রস্তুতি সেরে রেখেছেন সালমারা।

প্রসঙ্গত, প্রায় এক বছর ধরে আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেনি নারী দল। পাকিস্তান সফরে গেলে ম্যাচ খেলা যাবে-এমন ভাবনা থেকেই সালমা খাতুন, জাহানারা আলমরা পাকিস্তান সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন।


(ওএস/এসসি/সেপ্টেম্বর২৪,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test