E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সফর স্থগিত করলো অস্ট্রেলিয়া

২০১৫ অক্টোবর ০১ ১৮:২৯:৫৯
সফর স্থগিত করলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সফর স্থগিত করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ওয়েবসাইট বৃহস্পতিবার (০১ অক্টোবর) এ তথ্য প্রকাশ করেছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জেমস সাদারল্যান্ড বিষয়টি নিশ্চিত করেছেন।

সাদারল্যান্ড বিবৃতিতে জানিয়েছেন, অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটারদের গত বুধবার (৩০ সেপ্টেম্বর) নিজ নিজ রাজ্য দলে ফিরে যাবার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার থেকে তারা ম্যাটাডোর কাপে অংশ নেবেন।

গত সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সফরে আসার কথা ছিল অজিদের। এজন্য ১৫ সদস্যের দলও ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। তবে, নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে শেষ মুহূর্তে সফর সাময়িক পিছিয়ে দেয় অজিরা।

অবশেষে সকল শঙ্কা আর অনিশ্চয়তার বেড়াজাল ছিন্ন করে সিরিজ স্থগিত করার ঘোষণা দিল অস্ট্রেলিয়া। নিরাপত্তা দলের প্রতিবেদন স্বাপেক্ষে ক্রিকেট অস্ট্রেলিয়া এ সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করে ৫ সদস্যের নিরাপত্তা বিশেষজ্ঞ দল পাঠায় অস্ট্রেলিয়া। এরই মধ্যে নিরাপত্তা ব্যবস্থার চুলচেরা বিশ্লেষণ শেষে আর বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস নিয়ে দেশে ফেরেন তারা। তারপরও সিরিজটি স্থগিতের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

সাদারল্যান্ড অস্ট্রেলীয় সরকারের বরাত দিয়ে জানান, আমরা গভীর দুঃখের সাথে ঘোষণা করছি বাংলাদেশের বিপক্ষে সিরিজটি স্থগিত করা হলো। গত ছয়দিনের ব্যাপক আলোচনা ও গবেষণার পর সফরটি স্থগিত করা ছাড়া আমাদের কোনো পথ ছিলনা। এটা আমাদের দৃষ্টিকোণ থেকে হতাশার।

তিনি আরও যোগ করেন, ছয়দিন আগে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের নিরাপত্তা ঝুঁকির প্রসঙ্গ টেনে সফরটি পিছিয়ে দিতে বলা হয়। আমরা পরে কঠোর পর্যালোচনা আর কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে সব কিছু বিবেচনা করেছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সে দেশের সরকার, সেখানে অবস্থিত আমাদের পররাষ্ট্র বিভাগের সঙ্গেও আলোচনায় বসেছি। সব কিছু বিবেচনায় এনে অবশেষে আমরা বাংলাদেশ সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে এ সিরিজটি অনুষ্ঠিত হতে পারে।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে, সন্ধ্যার কিছু পরে বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন।

(ওএস/অ/অক্টোবর ১, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test