E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় আইজিপি কাপ কাবাডি খেলায় চ্যাম্পিয়ান ধামইরহাট

২০১৫ অক্টোবর ১৩ ২৩:০০:৪২
নওগাঁয় আইজিপি কাপ কাবাডি খেলায় চ্যাম্পিয়ান ধামইরহাট

নওগাঁ প্রতিনিধিঃ বাংলাদেশের প্রায় হারিয়ে যাওয়া অথচ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলা পুনরায় নতুন প্রজন্মের কাছে পরিচিত এবং জনপ্রিয় করার লক্ষ্যে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত স্থানীয় নওজোয়ান মাঠে ন্যাশনাল এগ্রিকেয়ার আইজিপি কাপ আন্তঃউপজেলা কাবাডি প্রতিযোগিতার চুড়ান্ত খেলা মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

খেলা শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্টিত হয়। চুড়ান্ত খেলায় অংশ নেয়, নওগাঁ সদর উপজেলা দল বনাম ধামইরহাট উপজেলা দল। খেলায নওগাঁ সদর উপজেলা দল ৩২ পয়েন্ট ও ধামইরহাট উপজেলা দল ৪৭ পয়ে›ন্ট পেয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করবেন, রাজশাহীর বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ। নওগাঁর জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম, ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের পরিচালক কেএসএম মোস্তাফিজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে নওগাঁ জিলা স্কুল থেকে একটি বর্ন্যাঢ্য র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা তাকে নেচে গেয়ে স্বাগত জানায়। গত ৪ অক্টোবর রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার পিপিএম আনুষ্ঠানিক ভাবে এই কাবাডি প্রতিযোগিতার উদ্ধোধন করেন। খেলায় মোট ১২টি দল অংশ গ্রহন করে।

(বিএম/ এনএস/১৩অক্টোবর, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test