E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘অভিজ্ঞ’ বলেই কাপালিকে চারে নামান মাশরাফি

২০১৫ ডিসেম্বর ১৬ ১৩:১৪:০৩
‘অভিজ্ঞ’ বলেই কাপালিকে চারে নামান মাশরাফি

স্পোর্টস ডেস্ক : ইনিংসের মাঝ সময়ে অলোক কাপালিকে চারে নামিয়ে সবাইকে চমকে দেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ফর্মে থাকা আসহার জাইদি থাকতে অলক কেন! এমন প্রশ্ন তখন ঘুরপাক খাচ্ছিল অনেকের মনে।

প্রশ্নের উত্তরটা অবশ্য মাঠেই দিয়ে দেন কাপালি। তার ২৮ বলে ৩৯ রানের অপরাজিত টর্নেডো ইনিংসেই বিপিলের ট্রফি ঘরে তোলে কুমিল্লা। জয়সূচক রান আসে তার ব্যাট থেকে। কাপালি পান ম্যাচসেরার পুরস্কার। সিদ্ধান্তের সার্থকতা পান মাশরাফিও।

ঠিক কি মনে করে কাপালিকে ওই সময় নামানো হয়েছিল- ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবটা কাপালির পাশে বসেই দিলেন মাশরাফি, ‘আমরা চিন্তা করেছিলাম ১০ ওভারে দুই উইকেট পড়লে কাপালিকেই নামাবো। অভিজ্ঞতার কারণেই কাপালিকে ওই সময় নামানো হয়। আমরা অনেকেই মনে করি টি-টোয়েন্টি কেবল ছয়-চারের খেলা। সেটা না, এখানে অভিজ্ঞতা অনেক গুরুত্বপূর্ণ।’

শেষ চার বলে দুই বাউন্ডারিতে ১১ রান তুলে ১৫৭ রানের টার্গেট ছুঁয়ে ফেলেন কাপালি। সেই সঙ্গে দলকেও পাইয়ে দেন বিপিএল শিরোপা।

জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার তার অভিজ্ঞতার পুরোটা ঢেলে দেন এ ম্যাচে।

এজন্য অবশ্য অধিনায়ক মাশরাফিকে কৃতিত্ব দিতেও ভুলেননি কাপালি, ‘মাশরাফি অনেক সাহস যুগিয়েছে আমাকে। অনুপ্রেরণা দিয়েছে, চেষ্টা করতে বলেছে। তাতে আমি উৎসাহ পেয়েছি। আমার কাছে মনে হয়েছে শেষ পর্যন্ত খেলতে পারলে রানটা করতে পারবো। ওই সময় বল ব্যাটে খুব ভালোভাবে আসছিল।’

খেলোয়াড় ড্রাফটে যে ক্রিকেটারকে দলেই নেইনি কেউ, সেই কাপালিতেই বিপিএল জয় করলো কুমিল্লা। খেলোয়াড় ড্রাফটে থাকবেন না এমনটা আগে ভাবেননি কাপালি। অন্য কেউ তাকে দলে না রাখায় অবশ্য কোনো অনুযোগ নেই ফ্র্যাঞ্চাইজিদের প্রতি, ‘জাতীয় লিগে ডাবল সেঞ্চুরি করায় ভেবিছিলাম বিপিএলে দল পাব। দলই যে পাব না এমনটা ভাবিনি। কুমিল্লার হয়ে চেষ্টা করেছি প্রতি ম্যাচে ভালো করতে। কোনো ম্যাচে ভালো পারফর্ম হয়েছে, কোনো ম্যাচে হয়নি।’

তবে, দিন শেষে জয়ীর বেশে কাপালিই যে ম্যাচের নায়ক তা তিনি প্রমাণ করে দিয়েছেন।

(ওএস/এইচআর/ডিসেম্বর ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test