E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘শেষ বল বাদে সবকিছুই ভালো ছিল’

২০১৫ ডিসেম্বর ১৬ ১৩:২৩:৩৭
‘শেষ বল বাদে সবকিছুই ভালো ছিল’

স্পোর্টস ডেস্ক : বিপিএলের উদ্বোধনী ম্যাচের (রংপুর-চিটাগং) মতো শেষ বলে হলো ফাইনালের জয়-পরাজয়। ম্যাচের শেষ বলে ১ রান তুলে মাহামুদুল্লাহ রিয়াদের বরিশাল বুলসকে তিন উইকেটে হারিয়ে তৃতীয় আসরের শিরোপা ঘরে তুললো নবাগত দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

ভালো খেলেও শিরোপা হাতছাড়া হওয়ায় বেশি হতাশ নন মাহামুদুল্লাহ। ম্যাচ শেষে বুলসের দলপতি বলেন, আগের বারও (চিটাগং কিংসের হয়ে) ফাইনালে হেরেছিলাম। তাই খুব করে চাইছিলাম এবারের ট্রফিটি নিতে। আমি হতাশ, তবে খুব বেশি হতাশ নই। কারণ, আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। ম্যাচটা ভাঙা-গড়ার মধ্য দিয়ে গেছে। কখনো আমরা ম্যাচে ফিরেছি, কখনো ওরা। শেষের দিকে আমরা আবার ম্যাচে ফিরি। সবাই চেষ্টা করেছে। শেষ বল বাদে সবকিছুই ভালো ছিল।’

দারুণ অধিনায়কত্বের পাশাপাশি ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে দাপট দেখিয়েছেন এ অলরাউন্ডার। টুর্নামেন্টর শুরু থেকে অসাধারণ ক্রিকেট খেলে গেছেন এই ক্রিকেটার। ফাইনাল ম্যাচেও ব্যাট হাতে করেন ৪৮ রান, বোলিংয়ে নেন দুটি উইকেট। মাহামুদুল্লাহর অলরাউন্ডার পারফর্মের পাশাপাশি তার অধিনায়কত্বের প্রশংসা ঝড়লো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফির কন্ঠে, ‘রিয়াদের অধিনায়কত্ব দেখে আমি বিস্মিত। অসাধারণ অধিনায়কত্ব করেছে সে।’

বরিশাল বুলসের কোচ গ্রাহামফোর্ডও প্রশংসা করে গেলেন দলের অধিনায়কের, ‘ব্যাট-বলের পারফরম্যান্সের কথাই শুধু বলবোনা, ব্রিলিয়ান্ট ক্যাপ্টেন্সি করেছে মাহমুদউল্লাহ।’

কাগজে-কলমে সাদামাটা দল নিয়েও মাহামুদুল্লাহর অধিনায়কত্বে ফাইনাল খেলে বরিশাল। লিগপর্বে কুমিল্লা ও রংপুরের সমান ১৪ পয়েন্ট নিয়ে শেষ চারে জায়গা পায় বরিশাল। এলিমিনিটর ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে কোয়ালিফায়ারে ওঠে তার দল। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সাকিবের রংপুরকে হারিয়ে বিপিএলের ফাইনালে ওঠে তারা। রানার্সআপের মধ্য দিয়ে থামে তাদের বিপিএল যাত্রা।

(ওএস/এইচআর/ডিসেম্বর ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test