E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিপিএল নিয়ে যত কানাকানি

২০১৫ ডিসেম্বর ১৭ ১৯:২৯:৪৬
বিপিএল নিয়ে যত কানাকানি

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) তৃতীয় আসর যেমন দেখিয়েছে ক্রিকেটারদের মুন্সিয়ানা, তেমনি জন্ম দিয়েছে বেশকিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার। যেগুলো সমালোচিত হয়েছে টুর্নামেন্ট চলাকালিন সময়ে, এমনকি দর্শকদের মনে দাগ কেটে রেখেছে এখনো। এমনই উল্লেখযোগ্য কিছু সমালোচিত ঘটনা নিয়ে এবারের আয়োজন।

তামিম ইকবাল-সিলেট সুপার স্টার্স কর্ণধার দ্বন্দ্ব:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) তৃতীয় আসরের প্রথম দিনেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। দিনের দ্বিতীয় ম্যাচের আগে সবাইকে অবাক করে চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল ও সিলেট সুপার স্টার্সের কর্ণধার আজিজুল ইসলামের বাকবিতণ্ডা।এ নিয়ে কম জল ঘোলা হয়নি। তামিম ইকবাল শুরু থেকেই অভিযোগ করেন, তাকে গালাগালি করেছেন সিলেট সুপার স্টার্সের মালিক। অন্যদিকে, এসব অভিযোগের অস্বীকার করেছেন সিলেটের ফ্র্যাঞ্চাইজি। ম্যাচ শেষে হতাশ তামিম হুমকিই দিলেন, এমন হলে খেলাই ছেড়ে দেবেন তিনি। তবে পুরো বিষয়টি নিয়েই তদন্তে নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এই ব্যাপারে ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছিলেন। যদিও টুর্নামেন্টের দুদিন পার হয়ে গেলেও, এ ব্যাপারে কোন আলোচনা এখনো তোলেনি বিসিবি।

সাকিবের নিষেধাজ্ঞা:

বিমানবন্দর থেকে নেমেই সরাসরি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিপিএলের ম্যাচ খেলতে ঢুকেছিলেন সাকিব আল হাসান। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই রংপুর রাইডার্সের এই অধিনায়ক দলকে জয় এনে দেন। কিন্তু বিপত্তি বাঁধে নিজেদের চতুর্থ ম্যাচে। এবারের ঘটনাতেও পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে সিলেট সুপার স্টার্স। সাকিবের করা একটি বলে প্রতিপক্ষ দলের অধিনায়ক মুশফিকুর রহিম এলবিডব্লিউ হওয়ার সম্ভাবনা থাকলেও, তা দেননি কর্তব্যরত আম্পায়ার। এ নিয়ে বিতর্ক শুরু হয় দুজনের মধ্যে। আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তোলা এবং তার সঙ্গে খারাপ ব্যবহার করার শাস্তিস্বরূপ পরের ম্যাচে নিষিদ্ধ হন সাকিব। একই সঙ্গে ৩০ হাজার টাকা জরিমানাও গুনতে হয় তাকে।

ব্যাট হাতে শহীদকে তেড়ে গেলেন আল -আমিন :

বরিশাল বুলস ও সিলেট সুপার স্টার্সের ম্যাচে এই ঘটনা ঘটে। প্রথম ইনিংসের শেষ উইকেটে ব্যাট করছিলেন আল আমিন।বোলার মোহাম্মদ শহীদ। পরপর দুটি বাউন্স দেওয়ার পর তৃতীয় বলেই বোল্ড হন আল-আমিন। কিন্তু শহীদের উদযাপনের শরীরি ভাষাটা ইতিবাচক ছিলো না একটুও। একই সঙ্গে আল -আমিনকে লক্ষ্য করে কটু কথাও বলা শুরু করেন শহীদ। তাতেই ক্ষুব্ধ হয়ে ব্যাট হাতে তেড়ে আসেন আল-আমিন।পরে সিলেটের অধিনায়ক মুশফিকুর রহিম ও আম্পায়ারদের সহায়তায় দুজনকে আলাদা করা হয়। সাকিবের মতো নিষিদ্ধ না হলেও, ম্যাচ শেষে আল আমিনকে ৪০ হাজার ও শহীদকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

৮০,০০০ টাকায় এক রান! :

বিপিএলের তৃতীয় আসরে দেশি-বিদেশি গণমাধ্যমের সবচেয়ে আলোচিত ঘটনা উমর আকমলের ‘এক’ রান। চিটাগং ভাইকিংসের হয়ে চট্টগ্রামে নিজেদের দ্বিতীয় ম্যাচে আবুধাবি থেকে বাংলাদেশে উড়িয়ে আনা হয় আকমলকে। ঢাকা পৌঁছানোর পর ম্যাচের আগেই যেন চট্টগ্রামের মাঠে পৌঁছাতে পারেন উমর আকমল, সেজন্য চট্টগ্রাম পর্যন্ত আসেন হেলিকপ্টারে। এতে বাংলাদেশি টাকায় ৮০,০০০ ও পাকিস্তানি রুপিতে প্রায় দেড়লাখের মতো খরচ হয় চিটাগং ভাইকিংসের। কিন্তু সেই ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাত্র এক রানেই সাজঘরে ফেরেন তিনি। এ নিয়ে বাংলাদেশের পত্রপত্রিকার সঙ্গে সঙ্গে বিদেশে এমনকি নিজের দেশ পাকিস্তানের গণমাধ্যমেও তুমুল সমালোচিত হন তিনি।

২৪ ঘণ্টায় তিন বার আউট, রান ৬!:

এবারেও সেই উমর আকমল । জয়ের ধারায় ফিরতে তাকে মুহূর্তের মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে উড়িয়ে এনেছিল চিটাগং ভাইকিংস। সেই ম্যাচে একরান করেন তিনি। এরই মধ্যে দিয়ে বাজে একটা রেকর্ডের নজির গড়ে ফেললেন তিনি। আর সেটা হল, ২৪ ঘণ্টার মধ্যে তিন বার আউট । ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা আগে দেখা গিয়েছিল কি না, সেটা খুঁজে বের করতে রীতিমত পরিসংখ্যান ঘাটতে হবে। ঠিক এর আগের রাতেই শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দু’বার আউট হয়েছিলেন আকমল; ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে। কিন্তু,এক ম্যাচে দু’বার আউট হওয়া কিভাবে সম্ভব? সম্ভব, কারণ ম্যাচটা গড়িয়েছিল সুপার ওভারে! প্রথমে ইংল্যান্ডের দেয়া ১৫৫ রানের জবাবে ব্যাট করতে নেমে আকমল করেন মোটে চার রান। এরপর সুপার ওভারে শহীদ আফ্রিদির সাথে ব্যাট করতে নেমে করেন এক রান।

দিলশান কান্ড :

সবকিছুই ঠিক ছিলো। কিন্তু বিপিএলের চট্টগ্রাম পর্বের শেষদিনের শেষ ম্যাচে সমালোচিত হলেন শ্রীলংকা জাতীয় দলের সিনিয়র ব্যাটসম্যান তিলকারত্নে দিলশান। চিটাগং ভাইকিংসের এই ওপেনার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওপেনার ইমরুল কায়েসকে রান নিতে বাঁধা দিতেই ঘটনার শুরু। আগে ব্যাট করে ১৩৭ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় চিটাগং। লক্ষ্য জয় করতে নেমে দ্বিতীয় ওভারে ঘটনাটি ঘটে। তাসকিনের ওভারে কভার পয়েন্টে বলটা ঠেলে দিয়ে এক রান বের করে নিতে গিয়েছিলেন ইমরুল কায়েস। প্রথমে রান হবে না বুঝে ফেলে ইমরুলকে ফেরত পাঠিয়ে দেন পাকিস্তানি ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। বলটা স্ট্যাম্প লক্ষ্য করে তিলকারত্নে দিলশান ছুড়ে মারলেও সেটা ওভার-থ্রো হয়। ক্রিজের মাঝে এসে দাঁড়ান দিলশান। ফিল্ডার বল কুড়িয়ে ফেরত পাঠানোর আগেই তিনি দাঁড়িয়ে যান ইমরুলের সামনে। অন্যদিকে, ইমরুল উল্টো ঘুরে অন্য প্রান্তে দৌড় শুরু করতে গিয়েই দিলশানের সাথে লেগে হুড়মুড় করে পড়ে গেলেন উইকেটের উপর। স্ট্যাম্প ভেঙে দিয়ে ততক্ষণে চিটাগং ভাইকিংসের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছেন। কিন্তু আউট নিয়ে আপত্তি তোলেন ইমরুল-শেহজাদ। পরবর্তীতে কর্তব্যরত আম্পায়াররা ব্যাপারটিকে ম্যাচ রেফারীর কাছে পাঠিয়ে দিলে, দোষী সাব্যস্ত হন দিলশান। ইচ্ছাকৃতভাবে ব্যাটসম্যানকে বাঁধা দেওয়ায় ইমরুলের আউট বাতিল করা হয়। অন্যদিকে, চিটাগংকে জরিমানা করা হয় পাঁচ রান।

ফিক্সিং 'আশংকা' :

যেই ফিক্সিংয়ের কারণেই নিভতে বসেছিলো বিপিএলের ভাগ্যপ্রদীপ, সেটা ঘুরেফিরে আবারো ছায়া ফেলেছিলো এবারের আসরে। তবে এর সঙ্গে জড়িত ছিলেন না কোন ক্রিকেটার কিংবা বিপিএল সংশ্লিষ্টরা। মিরপুরে প্রথম পর্বে চারজন জুয়াড়িকে আটক করে পুলিশ। পরবর্তীতে অবশ্য তাদেরকে ছেড়ে দেওয়া হয়।জুয়াড়ির উপস্থিতি ছিলো চট্টগ্রামেও।

জানিয়ে রাখা ভালো, আগের আসরে ফিক্সিং কান্ডে যথেষ্ট ভুগিয়েছিলো বিপিএলকে। তাই চলতি আসরে সতর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।

অধিনায়কই বদলে গেলো সিলেটের! :

একের পর এক ম্যাচ তখন হেরেই চলেছে সিলেট সুপার স্টার্স। অধিনায়ক মুশফিকুর রহিমও দিনে দিনে সমালোচিত হচ্ছেন। এরই মধ্যে দলে প্রবেশ পাকিস্তানি অলরাউন্ডাআর শহীদ আফ্রিদির। ম্যাচটি ছিলো বরিশাল বুলসের বিপক্ষে। টস করতে যখন তিনি নামলেন তখনই একটা খটকা লাগলো। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বরিশাল বুলসের অধিনায়ক হিসেবে দেখা গেল মাহমুদউল্লাহ রিয়াদকেই।কিন্তু,সিলেট সুপার স্টার্সের অধিনায়কের পদে আসলো পরিবর্তন।মুশফিকুর রহিমের জায়গায় সেখানে দেখা গেল পাকিস্তানি টি-টোয়েন্টি দলের অধিনায়ক শহীদ আফ্রিদিকে। মজার ব্যাপার হলো, ওই ম্যাচে জয়টা পড়ে সিলেটের ভাগ্যেই! শুধু তাই নয়, ওই ম্যাচের পর বাকি ম্যাচগুলোতেও অধিনায়কের দায়িত্ব পালন করেছেন আফ্রিদিই।

(ওএস/পি/ডিসেম্বর ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test