E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এতকিছুর পরও উচ্চপদে ললিত মোদি

২০১৫ ডিসেম্বর ১৭ ১৯:৩৭:১১
এতকিছুর পরও উচ্চপদে ললিত মোদি

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্নীতিতে বেশ ভালোভাবেই জড়িয়ে আছে তার নাম। যে কারণে আইপিএলের চেয়ারম্যানশিপ থেকে বাদ পড়েছেন ললিত মোদি। যিনি ভারত থেকেই নির্বাসিত, সেই মোদিই আবারও ভারতীয় ক্রিকেটে কর্মকর্তা হিসেবে আবির্ভূত হচ্ছেন। রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে গেলেন সাবেক আইপিএল চেয়ারম্যান মোদি।

এত কেলেঙ্গারি সত্ত্বেও মোদিকে ভারতীয় ক্রিকেট থেকে সরানো যাচ্ছে না। বিজেপি নেতা তথা আরসিএ’র সহ-সভাপতির সমর্থন পেতেই মোদির চেয়ার নিশ্চিত হয়ে যায়। আগে তিনি অনাস্থা প্রস্তাব এনেছিলেন মোদির বিরুদ্ধে। কিন্তু তিনি ঘুরে যেতেই মোদির রাস্তা পরিষ্কার হয়ে যায়। আইপিএলে ফিক্সিংয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যার ফলে তাকে ক্রিকেটীয় সকল কর্মকাণ্ড থেকে বহিস্কার করে বিসিসিআই।

কিন্তু এরই মাঝে সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট শারদ পাওয়ার টুইটারে লিখেছেন, ‘আইপিএলের এই যে এত জনপ্রিয়তা, এত সাফল্য- এর সবই মোদিকে দেয়া উচিৎ। এই লোকটাই তো আইপিএলকে এতটা সর্বোচ্চ স্থানে নিয়ে এসেছে।’

বুধবারই আনুষ্ঠানিকভাবে মোদির নাম ঘোষণা করা হয়। রাজস্থানের প্রেসিডেন্ট হচ্ছেন মোদি- এই খবর আসতেই তিনি টুইট করে বলেন, ‘আমি আবার রাজস্থানের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে মুখিয়ে রয়েছি।’ ২০১৫’র মে মাসে রাজস্থান রয়েলসকে নিষিদ্ধ করে বিসিসিআই। কারণ ছিল, মোদির সভাপতি হয়ে যোগ দেওয়া। মোদির আবার ফিরে আসা দুই ক্রিকেট বোর্ডের মধ্যের সমস্যা যে বাড়াবেই তাতে কোনও সন্দেহ নেই।

(ওএস/পি/ডিসেম্বর ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test