E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর ক্ষুব্ধ ইউনুস-মিসবাহ

২০১৫ ডিসেম্বর ১৭ ২০:১৯:২০
পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর ক্ষুব্ধ ইউনুস-মিসবাহ

স্পোর্টস ডেস্ক, ঢাকা : একজন ২০০৯ সালে পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা এনে দেয়া অধিনায়ক, আর আরেকজন দীর্ঘদিন পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন। সেই দুইজন, ইউনুস খান এবং মিসবাহ-উল-হকের স্থান হয়নি আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আইকন খেলোয়াড়ের তালিকায়। আর এতে নাকি দুজনেই বেশ ক্ষুব্ধ হয়েছেন, জানিয়েছে নির্ভরযোগ্য একটি সূত্র।

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য পিএসএলের উদ্বোধনী আসরে অংশ নেবে পাঁচটি দল। এই পাঁচটি দলের জন্য থাকবেন পাঁচজন আইকন খেলোয়াড়। গত ১৬ ডিসেম্বর বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সেই পাঁচজন আইকন খেলোয়াড়ের নাম প্রকাশ করেছে। পাঁচজন হচ্ছেন- ক্রিস গেইল, শেন ওয়াটসন, কেভিন পিটারসেন, শোয়েব মালিক এবং শহীদ আফ্রিদি।

এই তালিকায় ইউনুস এবং মিসবাহ কারোরই নাম না থাকায় দুজনই অসন্তুষ্ট হয়েছেন জানিয়ে সূত্র বলে, ‘তারা একেবারেই খুশি নন। সম্ভবত তারা বোর্ডের সাথে কথা বলবেন। তাদেরকে যদি ভালো কোন অবস্থান না দেয়া হয়, তারা টুর্নামেন্টে নাও খেলতে পারেন।’

গেইল, ওয়াটসন আর পিটারসেনকে আইকন খেলোয়াড় হিসেবে নেয়ার ফলে ইউনুস আর মিসবাহ হতাশ হয়েছেন জানিয়ে সূত্রের ভাষ্য, ‘অন্য কোন দেশের ক্রিকেট লিগেই পিটারসেনকে আইকন খেলোয়াড় হিসেবে রাখা হয় নি। সে এক বছরেরও বেশি সময় ধরে ইংল্যান্ড জাতীয় দলের বাইরে রয়েছে। অন্যদিকে ওয়াটসনও অবসর নিয়েছেন। সেই হিসেবে, ইউনুস আর মিসবাহ দুইজনই এখনো খেলায় নিয়মিত।’

কিছুদিন আগেই ইউনুস বলেছিলেন, পাকিস্তান সুপার লিগে তিনি একটি ভালো অবস্থানে থেকে ভূমিকা রাখতে চান। শুধু খেলোয়াড় হিসেবেই নয়, সেই ভূমিকাটা অধিনায়ক বা মেন্টরের হতে পারেও বলে জানিয়েছিলেন ইউনুস।

(ওএস/পি/ডিসেম্বর ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test