E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কপিল, জহির, ওয়াসিম বা ব্রেট লি নয়, দরকার মুস্তাফিজ

২০১৫ ডিসেম্বর ২৩ ২০:০৮:৪৩
কপিল, জহির, ওয়াসিম বা ব্রেট লি নয়, দরকার মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বাংলাদেশি পেস বোলিং বিস্ময় মুস্তাফিজুর রহমানের আবির্ভাব ভারতকে চমকে দিয়ে। অভিষেকে পাঁচ উইকেট সহ পরপর দুই ম্যাচে ১১ উইকেট নিয়ে তিন ম্যাচের সিরিজে মোট ১৩টি উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ, যে কিনা বিশ্বের সেরা ব্যাটিং লাইন-আপকে ঠিক তাসেরই ঘরের মত স্রেফ উড়িয়ে দিলো। তার বোলিংয়ের দাপটে ২-১ ব্যবধানে সিরিজ হারে ভারত।

সেই থেকেই ভারতীয়দের মনের ভেতরে গেঁথে যাওয়া নাম মুস্তাফিজ রহমান। আর তাইতো ভারত আজকাল তাদের উদীয়মান পেস বোলারদের ভেতরে কপিল দেব, জহির খান, ওয়াসিম আকরাম বা ব্রেট লি'দেরকেও নয়, খুঁজছে বাংলাদেশের 'মুস্তাফিজুর রহমান'কে। মুস্তাফিজের মতো একজন 'বিদ্ধংসী পেসার' যে তাদের খুবই দরকার।

আর আশ্চর্যজনকভাবে নাকি তারা 'তাদের মুস্তাফিজ'কে পেয়েও গেছে! আর ভারতের এই মুস্তাফিজের নাম 'বারিন্দার স্রান'। হয়তো পুরোপুরি মুস্তাফিজের মতো নয়, তবে মুস্তাফিজুর রহমানের সঙ্গে বারিন্দর স্রানের গল্পটা বেশ মিলে যায়। দুজনই বাঁহাতি পেসার। দুজনের শুরুটা একেবারে অজপাড়া গ্রাম থেকে। একটা পর্যায়ে ভাইয়ের সঙ্গে প্রথমে ট্রায়ালে যাওয়া। এর পর ঘরোয়া ক্রিকেটে প্রতিভার স্বাক্ষর রেখে জাতীয় দলের দুয়ারে কড়া নাড়া। এ পর্যন্ত মুস্তাফিজের সঙ্গে স্রানের বেশ মিল।

পার্থক্যটা এরপরই। আন্তর্জাতিক আঙিনায় পা রেখেই সাড়া জাগিয়েছেন মুস্তাফিজ আর স্রান সবে ডাক পেলেন অস্ট্রেলিয়া সফরে ভারতের টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে। ইতিমধ্যে স্রানকে নিয়ে ব্যাপক সাড়া পড়ে গিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম গুলোতে। স্রানকে তুলনা করা হচ্ছে মুস্তাফিজের সঙ্গেও।

ভারতের বেশকিছু সংবাদমাধ্যম এভাবে শিরোনাম হয়েছে, ‘পাওয়া গেছে ভারতের মুস্তাফিজ’। অস্ট্রেলিয়া সফরে ভারতের একদিনের দলের নবাগত সদস্য বারিন্দার। ভারতের শীর্ষ স্থানীয় সংবাদমাধ্যম জি নিউজ তো শিরোনামই করে ফেললো , ‘বারিন্দর স্রানের মধ্যেই কি ভারত নিজেদের মুস্তাফিজুর রহমানকে খুঁজে পেল?’

(ওএস/পি/ডিসেম্বর ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test