E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিপিএলের আদলে ডিপিএল

২০১৫ ডিসেম্বর ২৫ ১৫:৩২:৪৭
বিপিএলের আদলে ডিপিএল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর আদলে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম)। ‘প্লেয়ার্স বাই চয়েজ’ বা খেলোয়াড় বাছাই প্রক্রিয়ায় দল-বদল করবেন ক্রিকেটাররা। বিপিএলে একই পদ্ধাতিতে খেলোয়াড় দলে টেনেছিল ছয় ফ্রেঞ্চাইজি।

যদিও ২০১২-১৩ মৌসুমে একই পদ্ধতিতে দল গঠন করেছিল প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী ১২ দল। ওই আসরের পর পরের আসরে নিজেদের পছন্দমত দল বাছাই করতেন ক্রিকেটাররা। সেই ধারা পাল্টে ক্লাবগুলোর ভোটাভুটিতে আবারও ‘প্লেয়ার্স বাই চয়েজ’ পদ্ধতিতে ফিরে আসছে সিসিডিএম। জানা গেছে ৮-৩ ভোটে ‘প্লেয়ার্স বাই চয়েজ’ পদ্ধতি গৃহীত করেছে সিসিডিএম।

সিডিডিএমের ভাষ্য মতে, বিপিএলের মত ডিপিএলেও ছয় আইকন ক্রিকেটার থাকবে। ছয় আইকন ক্রিকেটারকে বেছে নিবে ছয় ক্লাব। অবশিষ্ট ছয় ক্লাব রোটেশন অনুযায়ী পরবর্তী ছয় ক্রিকেটারকে দলে নিবে।

বিপিএলের মত ডিপিএলেও খেলোয়াড়দের তালিকা তৈরী করবে বিসিবি। গ্রেড অনুযায়ী পারিশ্রমিকও নির্ধারণ করবে বোর্ড। পারিশ্রমিকের নিশ্চয়তা আসছে এবারের ডিপিএলে। দল গঠনের তিন দিনের মধ্যে অর্ধেক পারিশ্রমিক দিয়ে দিতে হবে ক্লাবগুলোকে। বাকি অর্ধেক বিসিবির কাছে গ্যারান্টি রাখতে হবে ক্লাবগুলোকে।

আগামী ২৪ মার্চ প্রিমিয়ার লিগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সিসিডিএম। যদিও ১১ মার্চ থেকে শুরু করার ইচ্ছা থাকলেও জাতীয় দলের খেলোয়াড় পাওয়া যাবে না বলে ২৪ মার্চ থেকে লিগ শুরু পক্ষে ক্লাবগুলো।

সিসিডিএম সচিব রাকিব হায়দার পাভেল জানিয়েছেন, ‘১১ মার্চ লিগ শুরু করলে জাতীয় তারকাদের পাওয়া যাবে না। তাই সিডিউল কিছুটা পিছিয়ে দিতে হয়েছে। ২৪ মার্চ থেকে লিগ শুরু করলে জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়া যাবে। তখন লিগও জমে উঠবে।’

এদিকে দেশি ক্রিকেটারদের গ্রহণযোগ্যতা বাড়াতে ম্যাচ বিদেশী ক্রিকেটারদের সংখ্যা কমিয়ে এনেছে সিসিডিএম। তিন জন ক্রিকেটারদের বদলে ম্যাচে দুজন ক্রিকেটারকে খেলানো যাবে। তবে সর্বোচ্চ ছয় ক্রিকেটারকে রেজিষ্ট্রেসন করাতে পারবে ক্লাবগুলো।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test