E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢাকায় আসছে অস্ট্রেলিয়ার নিরাপত্তা কর্মকর্তারা

২০১৫ ডিসেম্বর ২৭ ১৯:৫১:০২
ঢাকায় আসছে অস্ট্রেলিয়ার নিরাপত্তা কর্মকর্তারা

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বাংলাদেশে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নেওয়ার ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। এবার নিরাপত্তা ইস্যুতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কর্মকর্তাদের সাথে কথা বলতে ঢাকায় আসছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা কর্মকর্তারা।

ইএসপিএন ক্রিকইনফোর বরাত দিয়ে এমনটিই জানা গেছে। সূত্রমতে, আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর আইসিসি ও সিএ’র সিকিউরিটি অফিসিয়ালদের সমন্বয়ে ঢাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠক হবে। অবশ্য, টুর্নামেন্টে অজি যুবাদের অংশগ্রহণ নিয়ে এখনো সরাসরি কোনো উদ্বেগ জানায়নি সিএ।

এর আগে গত অক্টোবরে নিরাপত্তার অজুহাতে বাংলাদেশে সিরিজ বাতিল করেছিল অস্ট্রেলিয়া। ওই সময় অস্ট্রেলিয়া সরকারের নিরাপত্তা সংক্রান্ত সতর্কতা আরোপের পর ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিরাপত্তা কর্মকর্তা সিয়ান ক্যারল সেপ্টেম্বরে ঢাকায় এসেছিলেন। এবারের প্রতিনিধি দলের নেতৃত্বেও তিনি থাকবেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দল ছাড়াও গত নভেম্বরে সাউথ আফ্রিকার মহিলা ক্রিকেট দলও বাংলাদেশ সফর বয়কট করেছিল। তবে অস্ট্রেলিয়ার ফুটবল দল নির্বিঘ্নেই বাংলাদেশে খেলে গিয়েছিল।

এদিকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে কেন্দ্র করে নভেম্বর-ডিসেম্বরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে একযোগে কাজ করছে আইসিসি। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারের ৮টি ভেন্যুতে এবার এ টুর্নামেন্টের খেলা চলবে।

আইসিসির একজন মুখপাত্রের বরাত দিয়ে ক্রিকইনফো বলছে, আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্মকর্তাদের সাথে ঢাকায় তারা আলোচনায় বসবে। এর আগে নভেম্বর-ডিসেম্বরেও আইসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা ঢাকায় ঘুরে গিয়েছিলেন। এর আগে বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী এ বিষয়ে বলেছিলেন, টুর্নামেন্টের ব্যাপারে কোনো নির্দিষ্ট বোর্ডের সাথে তারা আলোচনায় বসবে না। যেহেতু টুর্নামেন্টের আয়োজক আইসিসি, তাই তাদের সাথেই এ বিষয়ে আলোচনায় বসতে হবে।

অস্ট্রেলিয়া আসবে কি আসবে না তা নিশ্চিত নয়! তবে আশার বিষয় হচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া গত শনিবার (১৯ ডিসেম্বর) যুব বিশ্বকাপের জন্যে ২১ সদস্যের দল ঘোষণা করেছে।

ভারতের সঙ্গে গ্রুপ ‘ডি’তে আছে অস্ট্রেলিয়া। গ্রুপের বাকি দুই দল নিউজিল্যান্ড এবং নেপাল। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ২৮ জানুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।

(ওএস/পি/ডিসেম্বর২৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test