E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ওয়ানডের সেরা দশে আফগানিস্তান

২০১৫ ডিসেম্বর ২৮ ১৫:৫০:৪৯
ওয়ানডের সেরা দশে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মত বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে সেরা দশে উঠে এসেছে আফগানিস্তান। ক্রিকেটের নতুন এ দলটি শারজায় গত শুক্রবার প্রথম ওয়ানডেতে ৪৯ রানে জিম্বাবুয়েকে পরাজিত করেছে। আর এ জয়ের ফলে ১২ নম্বর থেকে ১০ নম্বরে উঠে এসেছে দলটি। অন্যদিকে এ ম্যাচে হেরে ১০ নম্বর থেকে ১২ নম্বরে অবনমন হয়েছে জিম্বাবুয়ের।

নিজেদের ক্রিকেট ইতিহাসে এবারই প্রথমবার সেরা দশে উঠে আসার গৌরব অর্জন করা আফগানিস্তান শারজায় জিম্বাবুয়ের সাথে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে। এ সিরিজে জয়লাভ করলে এ অবস্থান ধরে রাখতে পারবে দলটি। অন্যদিকে সিরিজে হেরে গেলে জিম্বাবুয়ে ১০ নম্বরে উঠে আসবে, এবং আফগানিস্তানের স্থান হবে ১২ নম্বরে।

এর আগে প্রথম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে গত অক্টোবরে বুলাওয়েতে ৩-২ ব্যবধানে জিম্বাবুয়ে সিরিজ হেরেছিল আফগানিস্তানের কাছে। ৪৬ রেটিং নিয়ে এ দুই দেশের মাঝে ১১ তম স্থানে রয়েছে আয়ারল্যান্ড। অন্যদিকে আফগানিস্তানের রেটিং ৪৮ ও জিম্বাবুয়ের রেটিং ৪৫।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test