E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিছিদ্র নিরাপত্তা দেবে বাংলাদেশ

২০১৫ ডিসেম্বর ২৮ ২০:১৮:২৪
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিছিদ্র নিরাপত্তা দেবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, ঢাকা : এক অস্ট্রেলিয়ার না আসার কারণেই উদ্ভট এক পরিবেশের সৃষ্টি হয়েছিল। বাংলাদেশের ক্রিকেটাঙ্গণে নিরাপত্তার বিষয়টি নিয়ে তোলপাড় অবস্থা। বিসিবিকে রীতিমতো ভাবতে হয়েছে এনিয়ে। নিরাপত্তা প্রশ্নে বারবার দিতে হয়েছে পরীক্ষাও। আসন্ন যুব বিশ্বকাপের আগেও আলোচনায় নিরাপত্তা। আর এখানেও বাগড়া ওই অস্ট্রেলিয়ারই।

তবে বিসিবি এ নিয়ে মোটেও বিচলিত নয়। বরং অনূর্ধ্ব-১৯ পর্যায়ের টুর্নামেন্টে কখনো যে নিরাপত্তা দেয়া হয়নি বাংলাদেশে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপে সেই নিরাপত্তা দেয়ার ঘোষণা দিয়েছে বিসিবি। এমনই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া যুবাদের বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘আমরা সর্বোচ্চ নিরাপত্তার কথা জানিয়েছি। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নিশ্চয়তা দেয়া হয়েছে। কোনো অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে এর বেশি কেউ করতে পারে অতীতে এমন কোনো উদাহারণ ছিল না। এবং আমরা যে নিরাপত্তা দিচ্ছি ভবিষ্যতে কেউ এমন করতে পারে কি না আমার সন্দেহ হয়।’

আইসিসির একটি প্রতিদিধি দল এরআগে বাংলাদেশ সফর করে গেছেন। দ্বিতীয় দফায় তারা আবারো বাংলাদেশ সফরে এসেছেন। তারা নিরাপত্তা এবং ভেন্যু পরিদর্শন করতে এসেছেন বলে জানান নিজামউদ্দিন। আইসিসির সাথে অস্ট্রেলিয়ার দুই সদস্যের একটি প্রতিনিধি দলও এসেছে ঢাকায়। তারাও নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত হতে চায়।

তবে অস্ট্রেলিয়ার আসা নিয়ে উদ্বিগ্ন নয় বিসিবি। নিজামউদ্দিন বলছেন, ‘সদস্য দেশের মধ্যে কোনো দেশ যদি দল পাঠায় সেক্ষেত্রে আসতেই পারে। আমরা সেভাবেই দেখছি বিষয়টা। এরআগে আইসিসির যে প্রতিনিধি দল এসেছিল সেখানেও দুই-একটি দেশের যারা নিরাপত্তার ব্যাপার দেখেন তারাও এসেছিলেন। এটা আমরা স্বাভাবিকভাবেই দেখছি।’

এরআগের ঘটনার পর অস্ট্রেলিয়া দলকে বেশি গুরুত্ব দিচ্ছে কি না বিসিবি? ডবসিবির এই কর্মকর্তা বলছেন কাউকে বেশি গুরুত্ব দেয়ার সুযোগ নেই। ১৬ দলই আয়োজকদের কাছে সমান, ‘এরকম কোনো সুযোগ আমাদের নেই। এখানে ১৬টি দল অংশ নিচ্ছে। সবাই সমান সুবিধা পাবে।’

(ওএস/পি/ডিসেম্বর ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test