E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সালাউদ্দিন

২০১৫ ডিসেম্বর ২৯ ২০:১৯:৩৯
দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক, ঢাকা : একবুক প্রত্যাশা নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। আগের কয়েক আসরের ব্যর্থতা ভুলে এবার দেশবাসীকে শিরোপা উপহার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ফুটবলাররা; কিন্তু আফগানিস্তান আর মালদ্বীপের কাছে লজ্জাজনক পরাজয়ের পর গ্রুপ পর্বেই স্বপ্নের সমাধি ঘটে গেছে বাংলাদেশের। এমন লজ্জাজনক ব্যর্থতার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।

বাফুফে ভবনে অনুষ্ঠানটা ছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের গ্রুপিং এবং ড্র অনুষ্ঠান। সেখানেই জাতীয় দল নিয়ে কথা বলেন কাজী সালাউদ্দিন। তিনি বলেন, ‘আজ আমাদের একটি দুঃখের দিন, বাংলাদেশ জাতীয় ফুটবল দল চলতি সাফ চ্যাম্পিয়নশিপে ভালো ফলাফল করতে পারেনি। আমরা এই টুর্নামেন্টে শিরোপা জিততে চেয়েছিলাম কিন্তু তা পারিনি। এজন্য আমি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি।’

জাতীয় ফুটবল দল ব্যর্থ হলেও, ফুটবলে কিছু কিছু সাফল্য যে রয়েছে তা নয়। সেটাই স্মরণ করিয়ে দিলেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘তবে কিছু কিছু সাফল্য আমাদের আছে, বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়। এএফসি অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবলে নেপাল থেকে শিরোপা নিয়ে এসেছে আমাদের মেয়েরা। আমরা এ ধারা অব্যাহত রাখতে চাই।’

বাফুফে একাডেমীর যাত্রা শুরু করা হয়েছিল ফুটবলার তৈরির উদ্দেশ্য নিয়ে। কিন্তু মাঝপথেই সেই কার্যক্রম বন্ধ। এ ব্যাপারে কৈফিয়ত দিলেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘পুরো একাডেমিকে ঢেলে সাজানো হবে। আমরা গত বছর একাডেমির কার্যক্রম শুরু করেছিলাম, ছয় মাস চালানোর পর আমি যখন ফিফার কাছে আমাদের রিপোর্ট দেখালাম। তখন তারা বলল যে বিশ্বমানের খেলোয়াড় তৈরির জন্য যে কোচিং যোগ্যতা প্রয়োজন তা আমাদের নেই। তাই আমরা এ কর্মকাণ্ড স্থগিত রেখেছি, তবে শিগগিরই আবার নতুন উদ্যোমে কাজ শুরু করবো। আর সাইফ পাওয়ারটেক একাডেমির দায়িত্ব নিতে সম্মত হয়েছে। আমরা পুরো পেশাদারি আকারে এবার একাডেমি সাজাবার উদ্যোগ নিয়েছি। আশা করি তিন চার বছরের মাঝে আমরা ইতিবাচক একটা ফলাফল দেখতে পাবো।’

(ওএস/পি/ডিসেম্বর ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test