E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আপত্তিকর টুইটে কপাল পুড়ল গার্দিওলার

২০১৫ ডিসেম্বর ২৯ ২০:৫২:০০
আপত্তিকর টুইটে কপাল পুড়ল গার্দিওলার

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বার্সেলোনার মতো ক্লাবের সাথে দুপুরে চুক্তি করে সন্ধ্যাতেই বাতিল। কি বলা যায় এই ঘটনাকে, দুঃখজনক না হাস্যকর! যাই হোক, এমন ঘটনাই ঘটেছে সার্জি গার্দিওলার সাথে।

দুপুরে চুক্তিতে সই করে ক্লাবকর্তাদের সঙ্গে ছবিও তুলেছেন। কিন্তু সন্ধ্যা হতে না-হতেই সার্জি জানতে পারলেন, তার সঙ্গে সে চুক্তি বাতিল করেছে বার্সেলোনা। কি তার অপরাধ? জানা গেলো আসল কাহিনী।

ঘটনাটা দুই বছর আগের। ২০১৩ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি টুইট করেছিলেন সার্জি গার্দিওলা। যেখানে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের প্রতি তার সমর্থন ঘোষণা করার পাশাপাশি বার্সেলোনা বিরোধী মন্তব্যও করেছিলেন তিনি।

গার্দিওলা একটি টুইটে লিখেছিলেন, ‘হালা মাদ্রিদ (এগিয়ে যাও মাদ্রিদ), কাতালুনিয়া.....।’ অন্য টুইটেও বার্সেলোনা বিরোধী মন্তব্য করেন তিনি। আর সেই দুই বছর আগের টুইটই কাল হয়ে দাঁড়াল গার্দিওলার জন্য। বিষয়টিকে গুরুতর অপরাধ হিসেবেই দেখছে বার্সা-কর্তৃপক্ষ। তাই কাতালান ক্লাবটির এমন সিদ্ধান্ত। সোমবার দুপুরে বার্সার ‘বি’ টিমে চুক্তি করেছিলেন গার্দিওলা। তবে সন্ধ্যায় সে চুক্তি বাতিল করে বার্সা। গার্দিওলা অবশ্য নিজেকে ‘নির্দোষ’ই দাবি করছেন। ওইসব টুইট তার কোনো এক বন্ধু করেছিলেন বলেও দাবি তার। স্পেনের একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে গার্দিওলা বলেন, ‘আমি জানি যে আমার একটা ভুল হয়েছে। আমি কাতালুনিয়া ও বার্সেলোনার কাছে ক্ষমা চাচ্ছি।’

নিজেকে নির্দোষ দাবি করে গার্দিওলা বলেন, ‘আমি বিষয়টি পরিষ্কার করতে চাই, ওইসব টুইট আমি লিখিনি। এক বন্ধু আমার ফোনটা নিয়েছিল আর ও-ই এসব করেছে। এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে। বার্সেলোনা আমার সঙ্গে খুব ভালো আচরণই করেছে। আমি তাদের সিদ্ধান্ত বুঝতে পারছি। এখন আমি বাড়ি চলে যাচ্ছি। পরে কী ঘটে, সেটা আমরা দেখতেই পাব।’

(ওএস/পি/ডিসেম্বর ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test