E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

স্টেডিয়াম উন্নয়নে সদস্যদের সায় বার্সেলোনার

২০১৪ এপ্রিল ০৬ ১৮:২১:১৮
স্টেডিয়াম উন্নয়নে সদস্যদের সায় বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক, ঢাকা : প্রায় ৬০ কোটি ইউরো ব্যয়ে ক্যাম্প নউয়ের উন্নয়ন কাজ করা হবে। বর্তমানের ৯৯ হাজার ৩৫৪টি আসন থেকে দর্শক ধারণক্ষমতা বাড়ানো হবে প্রায় এক লাখ ৫ হাজারে। এর আগে এই পরিকল্পনা ক্লাবটির পরিচালনা পর্ষদে অনুমোদন করা হয়েছিল।

শনিবার বার্সেলোনার সদস্য ভোটারদের ৭২ শতাংশ এই পরিকল্পনার পক্ষে সায় দেয়। বিপক্ষে ভোট পড়ে ২৫ শতাংশ।বার্সেলোনার ১ লাখ ৬০ হাজার সদস্যের মধ্যে ৩৭ হাজার ৫৩৫ জনের ভোটাধিকার আছে।উন্নয়ন কাজের পর এক লাখ ৫ হাজার আসনের প্রতিটিই ছাদের নিচে থাকবে। স্টেডিয়ামের নিচের সারিগুলো আরো খাড়া করা হবে, যাতে আরো ভালোভাবে খেলা উপভোগ করা যায়।২০১৭ সালের মেতে শুরু হয়ে ২০২১ সালে ফেব্রুয়ারিতে উন্নয়ন কাজ শেষ হবে।

সব মিলিয়ে বার্সেলোনার সভাপতি হোসে মারিয়া বার্তোমেউ শনিবারকে দেখছেন ঐতিহাসিক এক দিন হিসেবে।“এটা আমাদের জন্য ঐতিহাসিক এক দিন। বার্সেলোনার জন্য এটা আরো একধাপ এগিয়ে যাওয়ার দিন।”১৯৫৭ সালে তৈরি করার পর থেকেই ক্যাম্প নউতে খেলছে বার্সেলোনা। উন্নয়ন কাজ চলার সময়ও স্টেডিয়ামে খেলা চলবে।

(ওএস/প/এপ্রিল ০৬,২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test