E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সেঞ্চুরির অপেক্ষায় আলিম দার

২০১৬ জানুয়ারি ০১ ২০:৫৮:২৫
সেঞ্চুরির অপেক্ষায় আলিম দার

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ক্রিকেটের পেশাদার ক্যারিয়ার শেষে ম্যাচ পরিচালনাকে পেশা হিসেবে বেছে নেন আলিম সারওয়ার দার। ২০০০ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ পরিচালানা করেন তিনি। ২০০৪ সালে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে নির্বাচিত হন। কঠিন পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্তের জন্য ক্রিকেট অঙ্গনে তার বেশ সুনাম রয়েছে। এবার আম্পায়ার হিসেবে ১০০ টেস্ট ম্যাচ পরিচালনার মাইলফলক ছুঁতে যাচ্ছেন পাকিস্তানি এই আম্পায়ার।

খেলোয়াড় হিসেবে ১২ বছরের ক্যারিয়ারে মাত্র ১৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন আলিম দার। ব্যাট হাতে ততটা পাকা না হলেও ম্যাচ পরিচালনায় বিচক্ষণতার জন্য তাকে বারবার বেছে নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। কেপটাউনে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট শনিবার শুরু হবে। আর এই ম্যাচে আম্পায়ার প্যানেলে রয়েছেন আলিমদার। আম্পায়ার হিসেবে এটিই হবে তার শততম টেস্ট।

টেস্ট ক্রিকেটে একশ’ বা এর বেশি ম্যাচ পরিচালনার রেকর্ড রয়েছে এর আগে এলিট প্যানেলের মাত্র দুজন আম্পায়ারের। তারা হলেন স্টিভ বাকনর (১২৮) ও রুডি কোয়ের্টজেন (১০৮)। গুজরানওয়ালায় আলিমদার প্রথম শ্রীলঙ্কা-পাকিস্তান ওয়ানডে ম্যাচে আম্পায়ারিং করেন। তিন বছর পর ঢাকায় বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে টেস্টে প্রথম আম্পায়ারিং করেন আলিম দার। এ পর্যন্ত আম্পায়ার হিসেবে ৯৯ টেস্ট, ১৭৮ ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেন তিনি।

বছর জুড়ে সঠিক সিদ্ধান্ত ও পরিচালনায় দুরদর্শিতার জন্য ২০০৯, ২০১০ ও ২০১১ সালে টানা তিনবার আইসিসির বর্ষসেরা আম্পায়ারও নির্বাচিত হন আলিমদার। ১০০ ম্যাচের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা আলিমদার বলেন, ‘ব্যক্তিগত ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ এমন একটি মাইলফলক ছোঁয়ার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এজন্য আমি পাকিস্তান ক্রিকেট বোর্ড ও আইসিসির কাছে কৃতজ্ঞ। এতো স্বল্প সময়ে এমন একটি রেকর্ড গড়তে পারাটা সত্যি বড় কিছু।’

(ওএস/পি/জানুয়ারি ০১, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test