E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অ্যান্ডারসনের রেকর্ড ভাঙলেন গাপটিল

২০১৬ জানুয়ারি ০২ ১৩:২৩:৪৩
অ্যান্ডারসনের রেকর্ড ভাঙলেন গাপটিল

স্পোর্টস ডেস্ক : ২০১৫ সালে তিনি হয়েছেন ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক। নতুন বছরটাও দারুণ একটি অর্জনে শুরু হলো মার্টিন গাপটিলের। কোনো একটি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানের সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড যে এখন তারই।

শনিবার নেলসনের স্যাক্সটন ওভালে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের চতুর্থ ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। তবে ২৪ ওভারে নেমে আসা ম্যাচে নিউজিল্যান্ড ৯ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছিল, রান তুলেছিল ৩ উইকেটে ৭৫।

এদিন টি-টোয়েন্টির মতোই ব্যাটিং শুরু করেছিল নিউজিল্যান্ড। গাপটিল আর টম লাথাম মিলে উদ্বোধনী জুটিতে ৩ ওভারেই ৩৭ রান তোলেন। যদিও গাপটিলই ছিলেন বেশি আক্রমণাত্মক। দ্বিতীয় ম্যাচে ৩০ বলে অপরাজিত ৯৩ রানের বিধ্বংসী ইনিংস খেলা গাপটিল এদিন খেলেন ১৪ বলে ২৭ রানের ছোট্ট ঝোড়ো ইনিংস। তার ইনিংসে ছিল ৩টি ছক্কা ও একটি চারের মার।

এই ইনিংস খেলার পথে লঙ্কান পেসার দুশমন্ত চামিরার টানা তিন বলেই ওই তিনটি ছক্কা হাঁকান এই ডানহাতি। এখনো এক ম্যাচ বাকি থাকতেই পাঁচ ম্যাচ সিরিজে তিনি ছক্কা হাঁকিয়েছেন মোট ১৬টি, যা কোনো একটি দ্বিপক্ষীয় সিরিজে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানের সর্বাধিক ছক্কা মারার রেকর্ড।

এর আগে ২০১৩-১৪ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের (একটি ম্যাচ বল মাঠে গোড়ানো ছাড়াই পরিত্যক্ত হয়েছিল) ওয়ানডে সিরিজে ১৫টি ছক্কা হাঁকিয়েছিলেন কোরি অ্যান্ডারসন। ওই সিরিজেই ওয়ানডের দ্রুততম সেঞ্চুরির (৩৬ বলে) রেকর্ড গড়েছিলেন কিউই অলরাউন্ডার। পরে যেটা ভেঙে দিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। অ্যান্ডারসন ওই একটি ইনিংসেই ১৪টি ছক্কা হাঁকিয়েছিলেন।

(ওএস/এইচআর/জানুয়ারি ০২, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test