E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সেঞ্চুরি করলেন আলিম দার!

২০১৬ জানুয়ারি ০২ ২১:৪৯:৪৭
সেঞ্চুরি করলেন আলিম দার!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : অসাধারণ এক মাইলফলকের স্পর্শ করলেন পাকিস্তানি আম্পায়ার আলিম দার। শনিবার কেপটাউনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শততম ম্যাচে আম্পায়ারিংয়ের রেকর্ড গড়লেন তিনি। আইসিসির এলিট প্যানেলের মাত্র তৃতীয় আম্পায়ার হিসেবে এই অন্যরকম 'সেঞ্চুরি' করলেন আলিম দার।

আম্পায়ার হিসেবে আলিম দারের অভিষেক হয় ২০০০ সালে শ্রীলঙ্কা-পাকিস্তান ওয়ানডে ম্যাচ দিয়ে। তিন বছর পর ঢাকায় বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে প্রথমবারের মতো টেস্টে আম্পায়ারিং করেন আলিম দার। সময়ের পরিক্রমায় এবার ১০০ টেস্টে আম্পায়ারিং করার মাইলফলক ছুঁয়ে ফেললেন তিনি।

আলিম দারের আগে এই কীর্তি গড়েন স্টিভ বাকনর রুডি কোয়ের্টজেন। ১৯৮৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত ১২৮ টেস্টে আম্পায়ারিং করে সবার ওপরে আছেন ওয়েস্ট ইন্ডিয়ান আম্পায়ার বাকনর। আর দক্ষিণ আফ্রিকান আম্পায়ার কোয়ের্টজেন ১৯৯২ থেকে ২০১০ সাল পর্যন্ত ১০৮ টেস্টে আম্পায়ারিং করেছেন।

৪৭ বছর বয়সি আলিম দার ১০০ টেস্টের পাশাপাশি ১৭৮ ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। বছরজুড়ে সঠিক সিদ্ধান্ত ও ম্যাচ পরিচালনায় দূরদর্শিতার জন্য তিনি ২০০৯, ২০১০ ও ২০১১ সালে টানা তিনবার আইসিসির বর্ষসেরা আম্পায়ারও নির্বাচিত হন।

কখনো পাকিস্তান জাতীয় দলে খেলার সুযোগ হয়নি আলিম দারের। মাত্র ১৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন তিনি। ১৯৮৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ১৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। তাতে ব্যাট হাতে রান করেছেন ২৭০। সর্বোচ্চ ৩৯। আর হাত ঘুরিয়ে উইকেট নিয়েছেন ১১টি। ১৯৯৮ সালে ঘরোয়া ক্রিকেটকে বিদায় জানানোর পর ২০০০ সালে প্রথমবারের মতো আইসিসি আম্পায়ার হিসেবে অভিষেক ঘটে তার।

(ওএস/পি/জানুয়ারি ০২, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test