E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেবাগের রেকর্ড ভাঙলেন স্টোকস

২০১৬ জানুয়ারি ০৩ ১৭:৩২:৪৮
শেবাগের রেকর্ড ভাঙলেন স্টোকস

ক্রীড়া ডেস্ক : আগের ২০ টেস্টে দুটি সেঞ্চুরি থাকলেও কোনো ডাবল সেঞ্চুরি ছিল না। তবে নিজের ২১তম টেস্ট খেলতে নেমে ডাবল সেঞ্চুরির স্বপ্নটাও পূরণ করে ফেললেন বেন স্টোকস।

কেপ টাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বোলারদের পিটিয়ে ছাতু বানিয়ে মাত্র ১৬৩ বলে ডাবল সেঞ্চুরি ছুঁয়েছেন স্টোকস, যা টেস্ট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ডাবল সেঞ্চুরি রেকর্ড।

এতদিন টেস্টে দ্বিতীয় দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডটা ছিল বীরেন্দর শেবাগের। ২০০৯ সালের ডিসেম্বরে মুম্বাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ১৬৮ বলে ডাবল সেঞ্চুরি ছুঁয়েছিলেন ভারতের এই ব্যাটসম্যান। এবার স্টোকস ১৬৩ বলে ডাবল সেঞ্চুরি করে শেবাগের রেকর্ডটা ভেঙে দিলেন।

আর টেস্টের দ্রুততম ডাবল সেঞ্চুরি রেকর্ডটা নিউজিল্যান্ডের নাথান এস্টেলের। ২০০১ সালে ক্রাইস্টচার্চে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ১৫৩ বলে ডাবল সেঞ্চুরি ছুঁয়েছিলেন কিউই ব্যাটসম্যান।

আগের দিনের ব্যক্তিগত ৭৪ রান নিয়ে রবিবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমেছিলেন ছয় নম্বরে নামা স্টোকস। লাঞ্চের আগে সেঞ্চুরি তো বটেই, ডাবল সেঞ্চুরিই তুলে নেন এই অলরাউন্ডার। স্টোকস সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন ১০৫ বলে। আর ১৫০ করেন ১৩৫ বলে।

লাঞ্চের আগে মরনে মরকেলের বল মিড অন দিয়ে চার মেরে ডাবল সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন স্টোকস। লাঞ্চের আগ পর্যন্ত ১৬৭ বলে ২৬টি চার ও ৭টি ছক্কায় ২০৪ রানে অপরাজিত আছেন তিনি। এই ইনিংস খেলার পথে টেস্টের দ্বিতীয় দ্রুততম ডাবল সেঞ্চুরি পাশাপাশি আরো কিছু কীর্তি গড়েছেন তিনি।

স্টোকসের ২০৪ রান টেস্টে ছয়ে বা তার নিচে নেমে ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যানদের ব্যক্তিগত সর্বোচ্চ। এর আগে ১৯৯৩ সালে ভারতের বিপক্ষে টেস্টে ছয়ে নেমে ১৭৮ রান করেছিলেন গ্রায়েম হিক।

এ ছাড়া ১৯৯৮ সালের পর এই প্রথম ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যান অ্যাওয়ে টেস্টে ছয় বা তার নিচে নেমে ১৫০ বা তার বেশি রান করলেন। ১৭ বছর আগে ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ছয়ে নেমে ১৫৪ রান করেছিলেন মার্ক রামপ্রকাশ।

(ওএস/এইচআর/জানুয়ারি ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test