E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অস্ট্রেলিয়া দলে দুই নতুন মুখ

২০১৬ জানুয়ারি ০৪ ১৩:০৪:৩০
অস্ট্রেলিয়া দলে দুই নতুন মুখ

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

সোমবার ঘোষিত ১৩ সদস্যের দলে এসেছেন দুই নতুন মুখ- বাঁহাতি পেসার জোয়েল প্যারিস ও ডানহাতি পেসার স্কট বোল্যান্ড। ২০১৪ সালের নভেম্বরে সবশেষ ওয়ানডে খেলা আরেক ডানহাতি পেসার কেন রিচার্ডসনকেও দলে রেখেছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পেসার প্যারিস গত গ্রীষ্মে ম্যাটাডোর কাপ ওয়ানডে টুর্নামেন্টে ১৩ উইকেট নেন। এ পর্যন্ত ১৩টি লিস্ট ‘এ’ ম্যাচে ২৪ উইকেট নিয়েছেন ২৩ বছর বয়সি এই বাঁহাতি পেসার। মূলত মিচেল স্টার্কের গোড়ালির চোটের কারণেই প্যারিসকে দলে রেখেছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা।

এ ছাড়া প্যাট কামিন্স ও নাথান কোল্টার-নাইলও চোটের কারণে ভারতের বিপক্ষে দলে নেই। বাদ পড়েছেন জেমস প্যাটিনসন। বাদ পড়েছেন গত সেপ্টেম্বরে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো অলরাউন্ডার শেন ওয়াটসনও। আর গত জানুয়ারির পর প্রথমবারের মতো ওয়ানডে দলে এসেছেন শন মার্শ। ফিরেছেন ওপেনার অ্যারন ফিঞ্চও।

আগামী ১২ জানুয়ারি হোবার্টে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের পর তিনটি টি-টোয়েন্টিও খেলবে দুই দল।

১৩ সদস্যের অস্ট্রেলিয়া দল:

স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, শন মার্শ, জর্জ বেইলি, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথিউ ওয়েড, জেমস ফকনার, কেন রিচার্ডসন, জশ হ্যাজেলউড, স্কট বোল্যান্ড ও জোয়েল প্যারিস।

(ওএস/এইচআর/জানুয়ারি ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test