E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ময়মনসিংহে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০১৬ জানুয়ারি ০৮ ১৫:১৬:২২
ময়মনসিংহে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি : শুক্রবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাস থেকে ময়মনসিংহ জয়নুল আবেদীন উদ্যান পর্যন্ত ‘নীল সাগর গ্রুপ’ ময়মমনসিংহ মিনি স্কাই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এভারেষ্ট একাডেমি ও ময়মনসিংহ জেলা ক্রিয়া সংস্থার যৌথ আয়োজনে শুক্রবার সকাল ৮টার দিকে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর উক্ত অনুষ্ঠানের শুভ উদ্ধোধন ঘোষণা করেন। বাকৃবি থেকে ময়মনসিংহ জয়নুল আবেদীন উদ্যান পর্যন্ত ১০কিলোমিটার এই প্রতিযোগিতা প্রায় শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করে।

ময়মনসিংহ জয়নুল আবেদীন উদ্যানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. তাকীম বিল্লাহ ফারুকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী আলহাজ্জ্ব অধ্যক্ষ মতিউর রহমান, বিশেষ অতিথি সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী এডএভাকেট প্রমোদ মানকিন। এছাড়া উপস্থিত ছিলেন এভারেষ্ট একাডেমি এন্ড এভারেষ্ট ফাউনেডশনের চেয়ারম্যান মুসা ইব্রাহীম, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন।

এবিষয়ে এভারেষ্ট জয়ী মুসা ইব্রাহীম বলেন, যারা সফলভাবে প্রতিযোগিতা শেষ করবে সবার মাঝে সনদ বিতরণ করা হবে। এছাড়া প্রথম তিনজনকে ট্রফি ও প্রথম ১০জনকে বান্দরবনে তাদের খরচে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।

(এসএস/এএস/জানুয়ারি ০৮, ২০১৬)


পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test