E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 টিটোয়েন্টি বিশ্বকাপ ২০১৪

চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

২০১৪ এপ্রিল ০৬ ২২:৩৭:২৭
চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক, ঢাকা :

ভারতের দেয়া ১৩১ রানের টার্গেট টপকে টিটোয়েন্টি বিশ্বকাপ ২০১৪ এর চ্যাম্পিয়ন হল শ্রীলঙ্কা। ১৭ওভার ৫ বলেই জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় লঙ্কানরা।

সাঙ্গাকারা অপরাজিত ৫২ রানে ছিলেন। মাহেলা ২৪ রানে আউট। দিলশান ১৮ রানে অশ্বিনের শিকার। কৌশল পেরেরা ৫ রানে আউট হয়েছিলেন।

ভারত ১৩১ রানের টার্গেট দিয়েছিল শ্রীলঙ্কাকে। বিরাট কোহলির (৫৮ বলে ৭৭ রান) দৃঢ় ব্যাটিংয়ে লড়িয়ে পুঁজি পেয়েছে ভারত। ২০ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করেছিল ২০০৭ সালের চ্যাম্পিয়নরা।

পাঁচটি চার ও ৪টি ছয় হাঁকানো কোহলি ইনিংসের শেষ বলে রান আউট হয়েছেন। কুলাসেকারা, ম্যাথুস ও হেরাথের ১টি করে উইকেট রয়েছে।

যুবরাজ সিং ১১ রানে আউট হয়েছেন। বিরাট কোহলি ৪৩ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেছিলেন। ২৯ রান করে আউট হয়েছেন রোহিত। এর আগে অ্যাঞ্জেলো ম্যাথুসের বলে বোল্ড হয়ে গিয়েছিলেন আজিঙ্ক রাহানে (৩)।

টোয়েন্টি২০ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছিল শ্রীলঙ্কা। ভারতের একাদশে কোন পরিবর্তন নেই। তবে শ্রীলঙ্কা দলে শিকুগে প্রসন্নের পরিবর্তে এসেছেন থিসারা পেরেরা।

বৃষ্টি থেমে যাওয়ায় ৭টা ৪০ মিনিটে ভারত-শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচটি শুরুর সময় দেয়া হয়। ৭টা ১০ মিনিটে রাখা হয়েছিল টসভাগ্য। ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল ৭টায়।

কোন ওভার কাটা হয়নি। পুরো ২০ ওভারের খেলাই হবে এমন সিদ্ধান্ত চলে আসে। এর আগে বিকেল সোয়া ৫টায় বৃষ্টি শুরু হলে মাঠ আচ্ছাদন দিয়ে ঢেকে দেয়া হয়েছিল।

ভারত : রোহিত শর্মা, যুবরাজ সিং, সুরেশ রায়না, বিরাট কোহলি, আজিঙ্ক রাহানে, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, অমিত মিশ্রা, ভুবনেশ্বর কুমার, মোহিত শর্মা।

শ্রীলঙ্কা : কৌশল পেরেরা, তিলকরত্নে দিলশান, মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, অ্যাঞ্জেলো ম্যাথুস, লাহিরু থিরিমান্নে, থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকারা, সচিত্র সেনানায়েকে, রঙ্গনা হেরাথ, লাসিথ মালিঙ্গা(অধিনায়ক)।

(ওএস/অ/এপ্রিল ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test