E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আপিল করবেন ব্লাটার

২০১৬ জানুয়ারি ১১ ১৪:১৯:২১
আপিল করবেন ব্লাটার

স্পোর্টস ডেস্ক : গত মাসে ফিফার নৈতিক কমিটির দ্বারা ফুটবল থেকে অাট বছরের জন্য বহিষ্কার হয়েছিলেন সেপ ব্লাটার। তবে এমন নিষেধাজ্ঞার বিপরীতে সাবেক ফিফা প্রেসিডেন্টের আপিল করার বিষয়টি নিশ্চিত করলেন তার আইনজীবি রিচার্ড কুলেন।

ব্লাটারের উপর ২০১১ সালে উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনির কাছ থেকে ২ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ নেওয়ার অভিযোগ উঠে। পরে এমন অভিযোগে তদন্তের ভিত্তিতে ব্লাটার ও প্লাতিনি দু’জনকেই বহিষ্কার করা হয়।

সাবেক ফ্রেঞ্চ কিংবদন্তি প্লাতিনি এর আগে সুষ্ঠ বিচার পাওয়ার জন্য আইনি সহায়তা নেবেন বলে জানিয়েছিলেন। এবার ৭৯ বছর বয়সী ব্লাটারও আপিল করার ব্যাপারটি নিশ্চিত করলেন।

ব্লাটারের যুক্তরাষ্ট্র ভিত্তিক অ্যার্টনি রিচার্ড কুলেন বলেন, ‘অবশ্যই আমরা আপিল করবো।’

ব্লাটার ফুটবল থেকে বহিষ্কার হওয়ায় বর্তমানে ফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রেসিডেন্টের পদটি খালি রয়েছে। তবে আগামী ২৬ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে আবারও ফিফার নতুন প্রেসিডেন্ট নিয়োগ পাবেন। এদিকে ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার কথা থাকলেও গত সপ্তাহে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নেন প্লাতিনি।

(ওএস/এএস/জানুয়ারি ১১, ২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test