E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্বকাপে নিরাপত্তা ইস্যুতে শঙ্কা নেই

২০১৬ জানুয়ারি ১১ ১৮:৩৯:৫৬
বিশ্বকাপে নিরাপত্তা ইস্যুতে শঙ্কা নেই

স্পোর্টস ডেস্ক : নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশে কোন ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেছেন, আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে বাংলাদেশে আসছে সব দল।

যুব বিশ্বকাপ উপলক্ষ্যে সোমবার দুপুর ২টায় কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন বিসিবি’র সভাপতি নাজমুল হাসান পাপন।

২০১৬ সালের জানুয়ারিতে যুব বিশ্বকাপ আসরের আয়োজক বাংলাদেশ। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের তিন ভেন্যু, ৩৬ উইকেট ও গ্যালারী আর মাঠ তৈরীর সব কাজ শেষ। তাই শেষ মুহুর্তে সোমবার দুপুরে সাগর পাড়ের এ ভেন্যু পরিদর্শনে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। আর সবকিছু দেখে মুগ্ধ তিনি।

এ সময় সাংবাদিকদের বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘এ স্টেডিয়ামে বিশ্বকাপের ১৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ছাড়াও ৫দিন দুটি মাঠে একসাথে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। তাই দুটি মাঠ দেখলাম, দেখে আরো ভালো লাগলো যে আলাদা ১২টি প্র্যাকটিস পিচ করা হয়েছে। ফলে এখানে বিশ্বকাপের পর বাংলাদেশ নারী ক্রিকেট দল ও বয়স ভিত্তিক ক্রিকেট দলগুলো প্রশিক্ষণের জন্য পাঠানো যাবে। এত সুন্দর একটা স্টেডিয়াম, সামগ্রিকভাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে যা সফলভাবে সম্পন্ন হবে।’

নিরাপত্তার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিসিবির সভাপতি বলেন, ‘নিরাপত্তা শতভাগ, তবে নিশ্চয়তা বলতে কোন কথা নেই। পৃথিবীতে কোন জায়গা এখন নিরাপদ না, কেউ বলতেও পারবে না আমার এখানে কিছু হবে না। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপটি পুরোপুরি নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য হবে। তবে নিশ্চিত করে বলতে পারি, খেলোয়াড়রা, দলের প্রতিনিধিরা ও যারা খেলা দেখতে আসবে তাদের নিরাপত্তা দেয়া হবে।’

এ সময় বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি মাহবুব আনাম, পরিচালক লোকমান হোসেন ভূইয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ওএস/এইচআর/জানুয়ারি ১১, ২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test