E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জয়েও খুশি নয় ম্যাশ!

২০১৬ জানুয়ারি ১৫ ১৯:৩২:৫৩
জয়েও খুশি নয় ম্যাশ!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : সিরিজের প্রথম ম্যাচে চার উইকেটে জয়। চলতি বছরের বড় একটা সময় ধরে টি-টোয়েন্টি খেলতে হবে বাংলাদেশ দলকে। তাই শুরুর জয় আত্মবিশ্বাসেও এগিয়ে গেলো স্বাগতিক দল। কিন্তু অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মতে, জয়টা আরো ভাল হতে পারতো।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের দেওয়া ১৬৪ রানের লক্ষ্য খেলতে নেমে ১.২ ওভার হাতে রেখেই চার উইকেটের বড় জয় তুলে নেয় বাংলাদেশ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দলের ক্রিকেটারদের পারফরম্যান্সের প্রশংসা করলেন বটে, আরো ভালো হতে পারতো সেটাও বললেন।

মাশরাফির ভাষায়, ‘আমরা গুরুত্বপূর্ণ সময়ে রান তুলতে পারিনি। তামিম অনেকটাই নিস্প্রভ ছিলো আজ। জিম্বাবুয়ে তাদের ব্যাটিংয়ে ১৭০-১৮০ করতে পারতো যদি না আল-আমিন হোসেন এবং মুস্তাফিজ দারুণ বোলিং করে তাদেরকে না আটকাতো। সাব্বির-সাকিব ব্যাট হাতে ভালো করেছে।’

তিনি জানিয়েছেন, এই ম্যাচ দিয়েই বোঝা গেলো দলকে ব্যাটিং এবং বোলিংয়ে আরো উন্নতি করতে হবে। প্রথম ম্যাচে জয় দিয়ে সিরিজে ১-০ তে লিড নিলো বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৭ জানুয়ারি।

(ওএস/পি/জানুয়ারি ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test