E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বাংলাদেশ এখন খুবই উঁচু পর্যায়ে রয়েছে’

২০১৬ জানুয়ারি ১৬ ১৭:০৩:৪২
‘বাংলাদেশ এখন খুবই উঁচু পর্যায়ে রয়েছে’

স্পোর্টস ডেস্ক : সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক ও বর্তমান কোচ মারভান আত্তাপাত্তু খেলোয়াড় হিসাবে এক সময় বাংলাদেশ সফর করেছেন । এরপর অধিনায়ক ও কোচ হিসাবেও এসেছেন। সর্বশেষ বিপিএলেও চিটাগাং ভাইকিংসের কোচ ছিলেন তিনি। তাই বাংলাদেশের উন্নতির ধাপগুলোর অনেক বড় সাক্ষিই তিনি। আর সেই অভিজ্ঞতা থেকেই জানালেন, বাংলাদেশ এখন অনেক উঁচু পর্যায়ে অবস্থান করছে।

শনিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ে দলের অনুশীলন শেষে আত্তাপাত্তু বলেন, ‘দেখেন সব দলেরই চেহারা বদলাচ্ছে। আমার মনে হয় বর্তমানে বাংলাদেশ খুবই উচু পর্যায়ে রয়েছে। তারা বড় বড় দলের সাঙ্গে জিতেছে, বিশেষ করে ঘরের মাটিতে। তারা দলগতভাবে খেলছে। তারা বিশ্বাস করে, যে কেনো পরিস্থিতিতে তারা জিততে পারে। এটাই তাদের মূলত বড় মন্ত্র। আমি যখন অনূর্ধ্ব-১৯ খেলি (১৯৮৯) এর পর আমার দেখা এটাই সবচেয়ে বড় পরিবর্তন।’

এই নতুন বাংলাদেশের বিপক্ষে রাতারাতিই ঘুরে দাঁড়ানো জিম্বাবুয়ে দলের জন্য কষ্ট হবে বলে মনে করছেন এই লঙ্কান। তবে বিপিএলের অভিজ্ঞতা জিম্বাবুয়েকে সাহায্য করবে উল্লেখ করে তিনি বলেন, ‘ আমি এই উপমহাদেশের পরিবেশে অনেকদিন ধরেই আছি। আমার ধারণা আছে আশেপাশে কি হচ্ছে। প্রত্যেকে কিভাবে খেলছে, সেটার ধারণাও আছে। তো এটা সাহায্য করবে।’

(ওএস/এএস/জানুয়ারি ১৬, ২০১৬)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test