E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাব্বির-সৌম্যর ব্যাটে বাংলাদেশের ১৬৭

২০১৬ জানুয়ারি ১৭ ১৬:৫১:৩৩
সাব্বির-সৌম্যর ব্যাটে বাংলাদেশের ১৬৭

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে সাব্বির রহমান ও সৌম্য সরকারের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে লড়াকু পুঁজি গড়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে ৩ উইকেটে ১৬৭ রান করেছে মাশরাফি বিন মুর্তজার দল। সিরিজে সমতা ফেরাতে জিম্বাবুয়ের চাই ১৬৮ রান।

বাংলাদেশের পক্ষে সাব্বির ও সৌম্য- দুজনই ৪৩ রান করেন। ৩০ বলে ৩টি ছক্কা ও এক চারে ৪৩ রানে অপরাজিত ছিলেন সাব্বির। আর সৌম্য ৩৩ বলে ৩টি ছক্কা ও ৪টি চারে ৪৩ রান করে আউট হন।

রবিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ হয়নি বাংলাদেশের। তামিম ইকবাল ও সৌম্য সরকার মিলে উদ্বোধনী জুটিতে ৪৫ রান তোলেন। ২৩ রান করে তামিম ফিরে গেলে ভাঙে এ জুটি। মুজারাবানির বলে ভিটোরিকে ক্যাচ দেওয়া তামিম ১৭ বলে ৩টি চার ও এক ছক্কায় ২৩ রানের ইনিংসটি সাজান।

এরপর দ্বিতীয় উইকেটে সাব্বির রহমানের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিতে থাকেব সৌম্য। চার-ছক্কার ধুম ধাড়াক্কা ব্যাটিংয়ে ব্যক্তিগত ফিফটির দিকেও এগিয়ে যাচ্ছিলেন এই বাঁহাতি। তবে ৪৩ রান করে স্পিনার গ্রেয়াম ক্রেমারের বল উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ম্যালকম ওয়ালারের হাতে ধরা পড়েন সৌম্য। তার ৩৩ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছক্কার মার।

সৌম্যর বিদায়ের পর চারে নামা মাহমুদউল্লাহ অবশ্য দ্রুতই সাজঘরে ফেরেন। ওয়েলিংটন মাসাকাদজার বলে উইকেটের পেছনে মুতুম্বামির গ্লাভসবন্দি হন মাহমুদউল্লাহ (১)। তবে মুশফিকুর রহিমকে নিয়ে দলের রান বাড়াতে থাকেন সাব্বির। এ জুটিতে দলীয় শতরান পার করে বাংলাদেশ। কিন্তু দলীয় ১২৮ রানে রিটায়ার্ড হার্ট হয়ে ক্রিজ ছাড়েন মুশফিক। ক্রিজ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ২০ রান।

প্রথম ম্যাচের একাদশ আজ অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ। তবে জিম্বাবুয়ে দলে তিনটি পরিবর্তন এসেছে। এল্টন চিগুম্বুরার পরিবর্তে আজকের ম্যাচে অধিনায়কত্ব করছেন হ্যামিল্টন মাসাকাদজা।

বাদ পড়েছেন লুক জংওয়ে ও সিকান্দার রাজা। তাদের পরিবর্তে এই ম্যাচে দলে ঠাঁই পেয়েছেন রিচমন্ড মুতুম্বামি ও নেভিল মাদজিভা।

প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে জিতে চার ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, শুভাগত হোম, কাজী নুরুল হাসান সোহান, আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে দল: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ভুসি সিবান্দা, পিটার মুর, শেন উইলিয়ামস, রিচমন্ড মুতুম্বামি, ম্যালকম ওয়ালার, তাউরাই মুজারাবানি, নেভিল মাদজিভা, ব্রায়ান ভিটোরি, ওয়েলিংটন মাসাকাদজা ও গ্রায়েম ক্রেমার।

উল্লেখ্য, বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টাইটেল স্পন্সর দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। আর পাওয়ার স্পন্সর ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল।

(ওএস/এইচআর/জানুয়ারি ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test