E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অস্ট্রেলিয়ান ওপেন টেনিস

প্রথম রাউন্ডেই ভেনাসের বিদায়

২০১৬ জানুয়ারি ১৯ ১০:৫৩:০৬
প্রথম রাউন্ডেই ভেনাসের বিদায়

আন্তর্জাতিক ডেস্ক :একসময় তিনি হারলে সেটি হতো বড় আপসেট। সাবেক এক নম্বর তারকা ভেনাস উইলিয়ামসের সেই দিন নেই। নারীদের টেনিসে পরিবর্তন এনে দেওয়া এই মার্কিন কিংবদন্তি এখন অত বড় পারফর্মার নন। তবে অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড থেকে তার বিদায় তো আপসেটই। আর সেটা আরো বড় আপসেট যখন শুনবেন এবারের আসর দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে অভিষেক হওয়া কেউ হারিয়ে দিয়েছেন ভেনাসকে! হ্যাঁ, তাই ঘটেছে। বৃটেনের এক নম্বর খেলোয়াড় জোনাথন কন্টা ভেনাসকে সরাসরি সেটে হারিয়েই চলে গেছেন দ্বিতীয় রাউন্ডে।

মেলবোর্নে ২৪ বছরের কন্টা ম্যাচটা জিতেছেন ৬-৪, ৬-২ এ। তার এই জয় তুলে নিতে সময় লেগেছে ৭৯ মিনিট। খেলা দেখে মনে হয়েছে ভেনাসের উরুতে বেশ সমস্যা হচ্ছিল। মোটেও স্বচ্ছন্দে ছিলেন না তিনি।

তিনটি সেট পয়েন্ট তুলে নিয়ে প্রথম সেট প্রতিদ্বন্দ্বিতার মধ্যে জিতেছেন কন্টা। কিন্তু দ্বিতীয় সেটে ৫-০ তে লিড নিয়ে নেন তিনি। এরপর ফোরহ্যান্ডে ভেনাস লড়াইয়ে ফিরলেও ততক্ষণে দেরি হয়ে গেছে। এমন বড় এক জয়ের কথা আসলে আগে থেকে ভাবতেই পারেননি কন্টা, "ড্র দেখার পর আমি শুধু এক ঘণ্টা টিকে থাকার কথা ভেবেছিলাম।"

৩৫ বছরের ভেনাসের দীর্ঘ ক্যারিয়ারটা অনেক অর্জনের। ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ক্যারিয়ারে। এর সাতটি এককে। ১৩টি জিতেছেন মেয়েদের দ্বৈতে। বাকি দুটি মিশ্র দ্বৈতে। নামের পাশে আছে চারটি অলিম্পিক গোল্ড মেডেলও। একটি এককে। তিনটি নারী দ্বৈতে। সব মিলিয়ে তার ক্যারিয়ারের অর্জন ৪৮টি একক শিরোপা। তবে ২০১২ সালের পর কোনো গ্র্যান্ড স্ল্যামের একক শিরোপা জেতা হয়নি ভেনাসের।


(ওএস/এস/জানুয়ারি১৯,২০১৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test