E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফিক্সিংয়ের অভিযোগ জকোভিচের ওপর

২০১৬ জানুয়ারি ২১ ১৯:৪৬:৫০
ফিক্সিংয়ের অভিযোগ জকোভিচের ওপর

স্পোর্টস ডেস্ক, ঢাকা : সম্প্রতি টেনিসে ব্যপক ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তোলা হয়েছে। বিশ্বের শীর্ষ ৫০ র‍্যাংকিংধারী টেনিস তারকাদের ১৬ জন এ ফিক্সিংয়ে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। আর এ দাবি করে বিবিসি ও বাজফেড। এমনকি তাদের দাবি অনুযায়ী গ্র্যান্ডস্লাম জয়ী তারকা খেলোয়াড়ও এতে জড়িত।

বিবিসি ও বাজফেডের এই দাবির পর ইতালিয়ান এক পত্রিকায় আঙ্গুল তোলা হয় নোভাক জকোভিচের দিকে। সেখানে বলা হয়, ২০০৭ সালে প্যারিস মাস্টার্সে একটি ম্যাচে ইচ্ছে করে হেরেছিলেন জোকোভিচ।

তখন র‌্যাংকিংয়ে তিন নম্বরে ছিলেন এই সার্বিয়ান। ফ্রাঞ্চের ফ্যাব্রিক সান্টোরের কাছে ওই প্রতিযোগিতায় ৬-৩, ৬-২ সেটে হেরে যান তিনি। ফ্যাব্রিক তখন র‌্যাংকিংয়ে জোকোভিচের চেয়ে ৩৬ ধাপ নিচে ছিলেন। তবে এসব অভিযোগ উড়িয়ে দিলেন জকোভিচ। তিনি জানান, ২০০৭ সালে রাশিয়ায় ফিক্সিংয়ে জড়াতে তার এক স্টাফ প্রস্তাব দিয়েছিলেন। তখন সেই প্রস্তাবে সাড়া দেননি তিনি।

এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে ক্ষোভ প্রকাশ করেন জকোভিচ। তিনি বলেন, 'সবকিছু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। কি বলা হয়েছে ওখানে? আমি ম্যাচে হেরে গেছি। আমি জানি না আপনারা কোনও গল্প তৈরি করতে চাইছেন কি না। প্রথম সারির খেলোয়াড়দের শুরুর দিকে হেরে যাওয়ার ওপরই হয়তো সেই গল্পটা বানানোর চেষ্টা হচ্ছে। এগুলো সম্পূর্ণ বানোয়াট।'

ফিক্সিং নিয়ে এই তারকা আরও বলেন, 'এটা সত্য নয়। এ ব্যাপারে আমার অবস্থান সবসময় একই ছিল। এখন নানা ধরনের অভিযোগ আনা হচ্ছে। এ বিষয়ে দুদিন আগেই আমি সব বলেছি। কেউ যথার্থ প্রমাণ না নিয়ে আসা পর্যন্ত আমি বলব, এটা গুজব।'

জানিয়ে রাখা ভাল, বিবিসি তাদের প্রতিবেদনে জানায়- গত এক দশকে র‌্যাংকিংয়ে এক থেকে ৫০ নম্বরের মধ্যে থাকা অন্তত ১৬ জন টেনিস খেলোয়াড় ম্যাচ ফিক্সিং করেছেন। তবে ওই প্রতিবেদনে কোনও খেলোয়াড়ের নাম প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৭ সালের পর আবারও রাশিয়া এবং ইতালির কয়েকটি জুয়াড়ি সিন্ডিকেটে টেনিসে ফিক্সিং রমরমা অবস্থানে পৌঁছেছে।

(ওএস/পি/জানুয়ারি ২১, ২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test