E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশের একমাত্র লক্ষ্য সিরিজ জয়

২০১৬ জানুয়ারি ২১ ২১:০২:২৫
বাংলাদেশের একমাত্র লক্ষ্য সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক, ঢাকা : জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে দারুণ ফুরফুরে মেজাজে ছিল বাংলাদেশ; কিন্তু তৃতীয় ম্যাচ হেরে হঠাৎই ব্যাকফুটে চলে যায় টাইগাররা। হারের জন্য যত না সমালোচনা শুনতে হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে দল নিয়ে অতিরিক্ত কাঁটাছেঁড়া করতে গিয়ে। ওই ম্যাচে অভিষেক হয় চার নবীনের। এছাড়াও দলে আনা হয় আরও এক পরিবর্তন। শুক্রবার সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচ। সিরিজ জিততে জয়ের বিকল্প নেই মাশরাফিদের। আর তৃতীয় ম্যাচে দারুণ জয় তুলে নিয়ে স্বস্তিতে রয়েছে জিম্বাবুয়ে। শেষ ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে চাচ্ছে তারাও।

শেষ ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার পথ থেকে কিছুটা সরে আসতে পারে বাংলাদেশ। দলে অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষায় আগের দিন ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হোসেন পাপনও। একাদশে ঢুকতে পারেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। তামিম খেললে একাদশ থেকে বাদ পরতে পারেন মোসাদ্দেক হোসেন। আগের দিন বাংলাদেশের হারানো ছয়টি উইকেটের পাঁচটি তুলে নেয় জিম্বাবুয়ের স্পিনাররা। সে দিক বিবেচনা করে বাংলাদেশ দলে স্পেশালিষ্ট স্পিনার দলে অন্তর্ভুক্ত হতে পারে। সেক্ষেত্রে মুক্তার আলীর পরিবর্তে আরাফাত সানিকে দেখা যেতে পারে মূল একাদশে। আগের দিন দলকে হতাশ করেন মোঃ শহিদ ও আবু হায়দার রনি দুজনই। তাই শেষ ম্যাচে এদের একজনকে বাদ দিয়ে তাসকিন আহমেদকে একাদশে অন্তর্ভুক্ত করা হতে পারে।

শেষ ম্যাচের আগে আজ (বৃহস্পতিবার) কোন আনুষ্ঠানিক অনুশীলন ছিল না। খুলনার আবু নাসের স্টেডিয়ামে দেখা যায়নি বাংলাদেশের কোন খেলোয়াড়কে। সারাদিন সব খেলোয়াড়রা টিম হোটেলেই কাটিয়েছে। তবে ঐচ্ছিক অনুশীলন জিম্বাবুয়ে দলের আগের দিনের ম্যাচসেরা ম্যালকম ওয়ালার অনেকটা সময় ব্যাটিং অনুশীলন করেছেন। তার সঙ্গে নেটে ঘাম ঝরিয়েছেন পিটার মুর।

নানা সমালোচনা সত্ত্বেও বাংলাদেশের এই তরুণ দলের উপরই আস্থা রয়েছে অধিনায়ক, কোচ এবং ম্যানেজমেন্টের। বাংলাদেশ দলের জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় প্রকাশ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মাঠে সব সময় জয়ের জন্যেই খেলি। আমরা গতকাল নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারিনি। জিম্বাবুয়ে আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে। তাদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। টি-টোয়েন্টিতে সবাই শক্তিশালী। আমাদের বিশ্বাস আছে কালকে আমরা ঘুরে দাঁড়াব।’

সিরিজের শেষ ম্যাচে জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নামছে জিম্বাবুয়েও। শেষ ম্যাচে জয়ের পর আগামী ম্যাচেও জয়ের ব্যাপারে প্রচণ্ড আত্মবিশ্বাসী তারা। দলের অন্যতম সেরা ব্যাটসম্যান ম্যালকম ওয়ালার বলেন, ‘গতদিন আমরা দারুণ জয় পেয়েছি। দলের সবাই আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। কালকের ম্যাচেও আমরা জয়ের ব্যপারে আশাবাদী। আশা করি সিরিজে সমতা আনতে পারবো।’ শেষ ম্যাচে দলে ফিরতে পারেন নিয়মিত অধিনায়ক এল্টন চিগুম্বুরা। গত বছর থেকে টানা ম্যাচ খেলার জন্য গত দুই ম্যাচে বিশ্রামে ছিলেন তিনি।

(ওএস/পি/জানুয়ারি ২১, ২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test