E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরিজ জয়ের লক্ষ্যে ফিল্ডিংয়ে টাইগাররা

২০১৬ জানুয়ারি ২২ ১৪:৪৪:৩৪
সিরিজ জয়ের লক্ষ্যে ফিল্ডিংয়ে টাইগাররা

স্পোর্টস ডেস্ক : ফাইনালের আবহ নিয়ে বছরের প্রথম সিরিজ জয়ের লক্ষ্যে জিম্বাবুয়ের বিপক্ষে আর কিছু পরেই মাঠে নামবে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের দলপতি এলটন চিগুম্বুরা।

চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ শেষে ২-১ এ এগিয়ে মাশরাফিরা। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটে টাইগারদের জন্য এটি মাইলফলক ছোঁয়ার ম্যাচও বটে। নিজেদের ৫০তম ম্যাচ টি-২০ ম্যাচ খেলতে নামছে টিম বাংলাদেশ।

কোটি টাইগারভক্তদের সঙ্গে খুলনাবাসীও নতুন বছরের প্রথম সিরিজ জয়ের সাক্ষী হতে প্রস্তুত। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বিকেল ৩টায় খেলা শুরু হবে।

প্রথম দুই ম্যাচে প্রত্যাশিত জয়ে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় বাংলাদেশ। কিন্তু তৃতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ হারা জিম্বাবুয়ে।

প্রসঙ্গত, বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে (২০০৬ সালের ২৮ নভেম্বর) প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। সময়ের পরিক্রমায় এবার ৫০তম ম্যাচেও প্রতিপক্ষ জিম্বাবুইয়ানরা। অন্যদিকে, সংক্ষিপ্ত ফরমেটে জিম্বাবুয়ের এটি ৪৮তম ম্যাচ।

বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আরাফাত সানি, আবু হায়দার রনি, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ শহীদ, মোসাদ্দেক হোসেন, মুক্তার আলী, নুরুল হাসান, সাব্বির রহমান, সাকিব আল হাসান, সৌম্য সরকার, তামিম ইকবাল, তাসকিন আহমেদ।

জিম্বাবুয়ে স্কোয়াড: এলটন চিগুম্বুরা, চামু চিভাবা, টেন্ডাই চিসোরো, গ্রায়েম ক্রেমার, লুক জঙ্গো, নেভিল মাদজিভা, হ্যামিল্টন মাসাকাদজা, ওয়েলিংটন মাসাকাদজা, পিটার মুর, রিচমন্ড মুতুম্বামি, তাওরাই মুজারাবানি, ভুসি সিবান্দা, সিকান্দার রাজা, ব্রায়ান ভিটোরি, ম্যালকম ওয়ালার, শন উইলিয়ামস।

(ওএস/এএস/জানুয়ারি ২২, ২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test