E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাকিস্তানকে হারিয়ে লিড নিল কিউইরা

২০১৬ জানুয়ারি ২৫ ১৪:২৭:৩৩
পাকিস্তানকে হারিয়ে লিড নিল কিউইরা

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানকে ৭০ রানের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি জয় তুলে নিল নিউজিল্যান্ড। ফলে সিরিজে ১-০তে এগিয়ে গেল কেন উইলিয়ামসন বাহিনী। কিউইদের ২৮০ রানের জবাবে ৪৬ ওভার শেষে ২১০ রানে সবকটি উইকেট হারায় পাকিস্তান।

ওয়েলিংটনে ২৮১ রানের জয়ের লক্ষে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। তবে তৃতীয় উইকেট জুটিতে বাবর আজমকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ। ৮১ রানের পার্টনারশিপ গড়ে এ জুটি পাকিস্তানকে জয়ের স্বপ্ন দেখায়।

কিন্তু উইলিয়ামসনের বলে ৪২ রান করে হাফিজ আউট হলে আবারও উইকেট খোয়াতে থাকে পাকিস্তান। বাবর আজম সর্বোচ্চ ৬২ রান করে কোরে অ্যান্ডারসনের বলে আউট হন। শেষ দিকে উইকেটরক্ষ-ব্যাটসম্যান সরফরাজ আহমেদ ৩০ করলেও কিউই বোলারদের দাপটের সামনে আত্মসমর্পন করে পাকিস্তানি বাকি ব্যাটসম্যানরা।

স্বাগতিক বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট পান ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। আর তিনটি উইকেট নেন মিডিয়াম পেসার গ্র্যান্ট ইলিয়ট। এছাড়া একটি করে উইকেট দখল করেন অ্যান্ডারসন, মিচেল স্যান্টনার ও উইলিয়ামসন।

এরআগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাক বোলারদের তোপের মুখে পড়ে নিউজিল্যান্ড। দলীয় ৯৯ রানের মধ্যে দলটি হারায় নিজেদের ছয়টি উইকেট। তবে অন্যপ্রান্তে হেনরি নিকোলস ৮২ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে দলকে রক্ষা করেন। আর শেষ দিকে স্যান্টনার ও ম্যাট হেনরির সমান ৪৮ ও মিচেল ম্যাকক্লেঘানের ৩১ রানে ভর করে অাট উইকেট হারিয়ে ২৮০ রানে ভালো সংগ্রহ পায় কিউইরা।

সফরকারী বোলারদের মধ্যে তিনটি করে উইকেট পান সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা মোহাম্মদ আমির ও আনোয়ার আলী। আর দুটি উইকেট লাভ করেন মোহাম্মদ ইরফান।

(ওএস/এএস/জানুয়ারি ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test