E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খাজাকে বাদ দিয়ে অজি দল ঘোষণা

২০১৬ জানুয়ারি ২৫ ১৪:৩০:৩৮
খাজাকে বাদ দিয়ে অজি দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : উসমান খাজা ও জো বার্নসকে ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের অস্ট্রেলিয়া দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ফর্মের তুঙ্গে থাকার পরও টেস্ট দলের ওপর জোর বাড়াতে কিউই সফরে সীমিত ওভারের ক্রিকেটে নেওয়া হয়নি খাজাকে।

সম্প্রতি ঘরের মাঠে খাজার টেস্টে রাজসিক প্রত্যাবর্তন ঘটে। কিউইদের বিপক্ষে তার ইনিংসগুলো ছিলো যথাক্রমে ১৭৪, ৯ (অপরাজিত), ১২১, ১৪৪ ও ৫৬। আর সদ্য শেষ হওয়া ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশেও তিনি ছিলেন দুর্দান্ত। মাত্র চার ম্যাচে দুটি সেঞ্চুরিসহ তিনি তার ইনিংসগুলো সাজিয়েছেন যথাক্রমে ১০৯ (অপরাজিত), ৬২, ১০৪ (অপরাজিত) ও ৭০ (ফাইনাল)।

বিগ ব্যাশ ফাইনালে খাজার দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে মেলবোর্ন স্টারর্সকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় সিডনি থান্ডার্স। তবে এত সব অর্জনের পরও কিউইদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বাঁহাতি এ ব্যাটসম্যানকে বিবেচনা করা হয়নি। এ প্রসঙ্গে অজি নির্বাচক রড মার্শ বলেন, ‘আমরা তাকে দলে নিতে চেষ্টা করেছি। তবে বর্তমান দলের কাউকেই আমরা বাদ দিতে পারিনি। সবাই রয়েছে নিজেদের সেরা ফর্মে।’

তবে আগামী মার্চে ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপে খাজার খেলার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন রড মার্শ।

এদিকে খাজার মতো না হলেও অজি টেস্ট দলে দারুণ পারফরম্যান্স করে যাচ্ছেন ওপেনার জো বার্নস। কিন্তু দলের এমন সেরা সময়ে তারও জায়গা হয়নি। ১৪ সদস্যের এ দলে একমাত্র নতুন ক্রিকেটার হিসেবে নেওয়া হয়েছে লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে।

নিউজিল্যান্ডের সফরের জন্য অস্ট্রেলিয়ান স্কোয়াড:
স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, জর্জ বেইলি, স্কট বোল্যান্ড, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, জন হ্যাস্টিংস, জস হ্যাজেলউড, মিচেল মার্শ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), অ্যাডাম জাম্পা।

(ওএস/এএস/জানুয়ারি ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test