E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিলেট পর্বের টিকিট বিক্রি শুরু বুধবার

২০১৬ জানুয়ারি ২৫ ১৯:৪৯:৩৯
সিলেট পর্বের টিকিট বিক্রি শুরু বুধবার

স্পোর্টস ডেস্ক, ঢাকা : আইসিসি অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ শুরু হচ্ছে ২৭ জানুয়ারি। ওইদিন চট্টগ্রামে উদ্বোধন হলেও সিলেট পর্বের খেলা শুরু হবে ২৮ জানুয়ারি। তথ্যটি নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রিড়া সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

তিনি বলেন, সিলেটের দুটি ভেন্যুতে ৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের ম্যাচের টিকেট বুধবার থেকে বিক্রি শুরু হবে। বিশ্বকাপের সিলেট পর্বের ৫টি ম্যাচের টিকেট সিলেটের লাক্কাতুরায় সিলেট বিভাগীয় আন্তর্জাতিক স্টেডিয়ামের কাউন্টারে পাওয়া যাবে। এছাড়া রিকাবিবাজারে সিলেট জেলা স্টেডিয়ামের দরগাহ প্রান্তের কাউন্টারে ম্যাচের টিকেট বিক্রি করা হবে বলে জানা গেছে। টিকেটের সর্বনিম্ন মূল্য ২০ টাকা।

অনুর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের সিলেট পর্বের জন্য গত কয়েক মাস ধরে সিলেট বিভাগীয় আন্তর্জাতিক স্টেডিয়াম এবং সিলেট জেলা স্টেডিয়ামে সংস্কার কাজ হয়েছে। এ বিশ্বকাপের মধ্য দিয়ে আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পাচ্ছে সিলেট জেলা স্টেডিয়াম। বিশ্বকাপের ম্যাচের জন্য সিলেটে আগত দলগুলোকে পাঁচ তারকা হোটেল রোজ ভিউতে রাখা হবে। এজন্য ওই হোটেলটিকে প্রস্তুত রাখা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘ক্রিকেটারদের রোজ ভিউ হোটেলে রাখা হবে। ইতোমধ্যে ওই হোটেল ও স্টেডিয়ামে যাওয়া আসার সড়কের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মহড়া করেছে পুলিশ। সে লক্ষ্যে পুলিশ-র‌্যাবসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।’

উল্লেখ্য, আগামি ২৮ জানুয়ারি সিলেট বিভাগীয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লড়াইয়ে নামবে পাকিস্তান ও আফগানিস্তান এবং সিলেট জেলা স্টেডিয়ামে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও কানাডা।

(ওএস/পি/জানুয়ারি ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test