E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টি-টোয়েন্টি সিরিজে দেখা গেল সুপরিচিত ভারতকে

২০১৬ জানুয়ারি ২৬ ১৯:১৬:১১
টি-টোয়েন্টি সিরিজে দেখা গেল সুপরিচিত ভারতকে

স্পোর্টস ডেস্ক, ঢাকা : জয়ের ধারা অব্যাহত রাখলো মহেন্দ্র সিং ধোনির ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে জয়ের পর টি-টোয়েন্টি সিরিজেও জয় দিয়ে শুরু করলো সফরকারী দলটি।

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম চার ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া করে ধোনির দল। শেষম্যাচে সান্ত্বনার জয় নিয়ে সিরিজ শেষ করলেও, টি-টোয়েন্টিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দলটি। তিনম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অ্যারণ ফিঞ্চদের বিপক্ষে ৩৭ রানের জয় পেয়েছে ভারত।

মঙ্গলবার অ্যাডিলেড ওভালে ভারতের দেওয়া ১৮৯ রানের লক্ষ্যে খেলতে নেমে তিন বল বাকি থাকতেই ১৫১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। অধিনায়ক ফিঞ্চ ৪৪ রানের সর্বোচ্চ ইনিংস খেললেও, বাকিরা জশপ্রিত বুমরাহ-রবিচন্দন অশ্বিনদের সামনে এক কথায় দাড়াতেই পারেনি। প্রথম উইকেটে ৪৭ রান আসলেও, বাকি ১০৪ রান তুলতেই অজিরা সবকটি উইকেট হারিয়ে বসে। ফিঞ্চ ছাড়া ওয়ানডে ও টেস্ট অধিনায়ক স্টিভেন স্মিথ ২১ রানের ইনিংস খেলেন।

ভারতের বুমরাহ একাই তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া আশ্বিন, জাদেজা এবং হার্দিক; প্রত্যেকে একটি করে উইকেট তুলে নেন। এর আগে টসে জিতে ভারতকে আগে ব্যাট করতে আমন্ত্রণ জানায় স্বাগতিক অস্ট্রেলিয়া। জবাবে, বিরাট কোহলির ৫৫ বলে অপরাজিত ৯০ রানে ভর করে তিন উইকেট হারিয়ে ১৮৮ রান তুলতে সমর্থ হয় ধোনির দল। কোহলি ছাড়াও সুরেশ রায়না ৩৪ বলে ৪১ এবং ওপেনার রোহিত শর্মা ২০ বল খেলে ৩১ রান তোলেন। অধিনায়ক ধোনি ১১ রানে কোহলির সঙ্গে অপরাজিত ছিলেন।

অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন দুইটি ও জেমস ফকনার একটি করে উইকেট নিয়েছেন।

প্রসঙ্গত, ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন বিরাট কোহলি।

(ওএস/পি/জানুয়ারি ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test